বিনোদনসর্বশেষ

খুদে অনুরাগীদের সাথে খোলামেলাভাবে আড্ডা দিলেন অক্ষয়-টুইঙ্কেল

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় খুদে অনুরাগীদের সামনে হাজির হয়েছিলেন অক্ষয় কুমার। তিনি তার স্ত্রী টুইংকেল খান্না কে নিয়ে মুখোমুখি হয়েছিলেন খুদে অনুরাগীদের। ইন্টারভিউ শেষে হাসিমুখে অক্ষয় কুমার জানান, এটি বোধহয় তার জীবনের অন্যতম কঠিন ইন্টারভিউ ছিল (Bollywood News : Akshay Kumar and Twinkle Khanna speak freely with their kid fans. According to Akshy, it is their toughest interview)।

সিজনের প্রথম প্রশ্ন ছিলো, স্বাস্থ্যকর খাবার খেতে গেলে কেন বমি পায়? উত্তরে হাসিমুখে অভিনেতা স্বাস্থ্যকর খাবারের একাধিক ভালো দিক বর্ণনা করেছেন সুন্দরভাবে। এ প্রসঙ্গে টুইংকেল খান্না জানান, তাদের “হোয়াটস ইন ইওর ডাব্বা” বইতে বেশ কিছু সুস্বাদু এবং স্বাস্থ্যকর খাবারের রেসিপি দেওয়া আছে (What’s in your dabba- a healthy and tasty recipe book by Twinkle Khanna- wife of Akshay Kumar )। টুইংকেল খান্না আরো জানান যে,বাস্তবে কিন্তু অভিনেতা তার সন্তানকে বানিয়ে দেন চকলেট পরোটা, যা খেতে সুস্বাদু হলেও মোটেই স্বাস্থ্যকর নয়।

এরপরই স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে তাহলে পরিবারের বেস্ট শেফ কে ? এ প্রশ্নের উত্তরে বলিউড খিলাড়ি জানান যে, তিনি হলেন পরিবারের সব থেকে সেরা রাধুনি (The Khiladi- Akshay Kumar is the best Chef in his family)। এই ব্যাপারে টুইংকেল খান্না কে ১০ টি গোল দিতে পারেন অক্ষয় কুমার। অক্ষয় কুমার দাবি করেন যে, টুইংকেল খান্না একটি অমলেটও ভালো করে বানাতে পারেন না।

তবে টুইংকেল খান্না আবার বলেন যে,বেশ রাধুনী হলো তাদের পুত্র আরভ (Aarav Kumar- son of Akshay and Twinkle)। যেভাবে আমার মাথা ভাজা ভাজা করে আমার পুত্র, তাতে নিঃসন্দেহে ওর থেকে বড় রাঁধুনিও আর কেউই হতে পারে না।কথাটি মজার ছলে বললেও আরভ যে সুন্দর পিজ্জা এবং রাজমা বানাতে পারে, তাও জানাতে ভোলেননি অক্ষয় পত্নী।

এরপর অভিনেতা প্রিয় সুপার হিরো হিসেবে বেছে নিয়েছেন টারজানকে। কারণ টারজান এমন একটি সুপারহিরো যে কিনা কোন টেকনলজির পরিবর্তে বেশি নির্ভরশীল শক্তি এবং বুদ্ধির উপরে।

এরপর টুইংকল খান্না বলে ওঠেন, কিভাবে তিনি ভূতের গল্প শুনিয়ে তার ছেলেমেয়েকে খাওয়াতেন। কিন্তু এই ব্যাপারে আবার একেবারেই বিরূপ মত পোষণ করেন অভিনেতা। তিনি বাচ্চাদের ভুলিয়ে-ভালিয়ে খাওয়ানোটা কে বেশি প্রাধান্য দেন। খাওয়ার সময় ভয় পেয়ে গেলে সেই খাবারের পুষ্টি শরীরে লাগেনা।

একজন খুদে অনুরাগী এর প্রশ্ন করে ওঠে, অক্ষয় কুমারের বাবা কি তাকে কখনো স্টান্ট করতে উৎসাহ দিয়েছিলেন ? উত্তর অভিনেতা বলেন, স্টান্ট করাটা কখনোই কোনো খারাপ বিষয় নয়। বাবা-মা শুধুমাত্র চাইতেন যাতে সম্পূর্ণ সুরক্ষিতভাবে কাজটি সম্পন্ন হোক। তবে এই কাজ করার আগে জীবন বীমা করিয়ে নিয়েছিলেন পর্দার প্যাডম্যান।

Akshay Kumar and Twinkle Khanna speak freely with their kid fans
Akshay Kumar and Twinkle Khanna speak freely with their kid fans

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।