ক্রিকেটখবরবিনোদনসর্বশেষ

সত্যই জিভা ধোনী হতে চলেছে ভারতীয় মহিলা ক্রিকেট দলের ক্যাপ্টেন? প্রশ্ন অমিতাভের

ভারতীয় ক্রিকেট দলের বেশিরভাগ ক্রিকেটারদের ঘরে কন্যাসন্তান জন্মগ্রহণ করেছে। ভারতীয় ক্রিকেট দলের নায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের কন্যা সন্তান এবং তার পর পর ধোনির ও কন্যা সন্তান এবং অবশেষে চলতি বছরের শুরুতেই বর্তমান ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির ঘরে কন্যা সন্তান আসলো। (Celebrity Xossip : Amitabh asks if Mahendra Singh Dhoni daughter Ziva Dhoni wishes to be the captain of Indian Women Cricket team)

বিরুষ্কার ঘর আলো করে জন্ম নিল কন্যা সন্তান। সমস্ত বিশ্বজুড়েই তাদের কাছে আসতে থাকে শুভেচ্ছা বার্তা। সোশ্যাল মিডিয়া জুড়ে এখন শুধু মাত্র বিরুষ্কার জন্য শুভেচ্ছা বার্তা ঘুরে বেড়াচ্ছে। অন্যদিকে অমিতাভ বচ্চন ভারতের মহিলা ক্রিকেট দলের নতুন দল গড়ার কথা চিন্তা ভাবনা করছেন ।

একটি ছবি তিনি তার টুইটার হ্যান্ডেলের শেয়ার করেছেন এবং সেখান ভারতীয় দলের ১৩ জন ক্রিকেটারদের নাম উল্লেখ রয়েছে এবং যারা প্রত্যেকেই কন্যা সন্তানের বাবা। এই ছবিটি শেয়ার করার পাশাপাশি লিখেছেন যে, এনাদের সকলকে নিয়ে তৈরি হতে চলেছে মহিলা ক্রিকেট দল। এর পরে তিনি একটি প্রশ্ন করেছেন যে, ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হতে চলেছেন জিভা?

মহেন্দ্র সিং ধোনির নাম সহ এখানে রয়েছে রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা, ঋদ্ধিমান সাহা, হরভজন সিং, বিরাট কোহলির। বলিউডের সুপারস্টার অমিতাভ বচ্চনের এই শেয়ার করা ছবি এবং তার লেখাগুলি সকলের ভীষণ পছন্দ করেছেন এবং সকলেই তাদের মন্তব্য সেখানে লিখেছেন।

সাধারণভাবে সমাজে নারীদের কে পুরুষদের থেকে অনেক নিচেই ভাবা হয়। এমন ভাবনা চিন্তা আছে মানুষের মনে। কিন্তু সমাজ এখন বদলেছে। সমাজের অনেক মানুষ বুঝতে পারে কন্যা সন্তান এবং পুত্র সন্তান দুজনেই একই কারণ কন্যা হলো লক্ষীর একটি রূপ। কন্যা সন্তান যে খুবই বিশেষ সেটা অমিতাভ বচ্চন তার এই টুইটটিতে বুঝিয়েছেন আর মেয়ের নামও উল্লেখ করে।

Amitabh asks if Mahendra Singh Dhoni daughter Ziva Dhoni wishes to be the captain of Indian Women Cricket team
সত্যই জিভা ধোনী হতে চলেছে ভারতীয় মহিলা ক্রিকেট দলের ক্যাপ্টেন? প্রশ্ন অমিতাভের (Credit : @amitabhbachchan and @mahi7781 on Instagram)

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।