খবররাজনীতিরাজ্যসর্বশেষ

বর্ষবরণের রাত্রে মদের বার বসানো হবে রায়গঞ্জের সরকারি স্পোর্টস কমপ্লেক্সে

রায়গঞ্জে জেলাশাসকের অফিস থেকে সামান্য দূরত্বে সরকারি স্পোর্টস কমপ্লেক্সে একদিনের জন্য বার তৈরি করা হয়েছে। মূলত এ বছরের শেষ দিন অর্থাৎ বর্ষবরণের রাত্রিবেলার জন্য প্রস্তুত করা হয়েছে একদিনের বার। আর ইতিমধ্যে এই ব্যাপারটি নিয়ে রাজনৈতিক দলগুলো আরম্ভ হয়ে গেল। মূলত প্রচুর অর্থের বিনিময়ে এই অনুষ্ঠানে প্রবেশ করা সম্ভব হবে। এরপর যতখুশি বিদেশি স্কচ, হুইস্কি পাওয়া যাবে। (West Bengal mod News : An alcohol bar will be made 31 December, the last night of 2020 in Rajganj Govt Sports Complex)

আর পুরো রায়গঞ্জ শহর জুড়ে এই বিজ্ঞাপনে ভর্তি হয়ে গিয়েছে। তবে সরকারি স্পোর্টস কমপ্লেক্স কেন এই ব্যাপার ? আর এই ব্যাপারটা নিয়ে মাঠে নামতে চলেছে জেলা বিজেপি কর্মীরা। অপরদিকে তৃণমূল কংগ্রেস এই ঘটনাটি ঘিরে কোন প্রকার মন্তব্য করেনি।

আর রায়গঞ্জের কর্ণজোড়া তে জেলা প্রশাসনিক দপ্তরের সাইডে রাজ্য সরকারের সহায়তায় গঠিত হয় বিশাল বড় খেলাধুলার ময়দান। সেখানে ব্যাডমিন্টন, টেনিস, সাঁতার, বাস্কেটবল, জিম বিভিন্ন ধরনের খেলাধুলা করার দারুন ব্যবস্থা রয়েছে। তবে এই করোনা মহামারী কালীন সময়ে 31 শে ডিসেম্বর রাত্রিবেলা অর্থাৎ বর্ষবরণের উৎসব সেখানেই অনুষ্ঠিত হবে।

সেখানে গান-বাজনা হবে। অপরদিকে বিদেশি কোম্পানির মদের সুবন্দোবস্ত করা হয়েছে। আর এই অনুষ্ঠানে তিন ধরনের পাস দেওয়া হয়েছে। ভিআইপি পাস পাওয়া যাবে ৫,৩০০ টাকায়, কাপল পাস মিলবে ৪,০০০ টাকায় এবং সাধারণ পাস পাওয়া যাবে ২,৫০০ টাকায়। আর এই বিজ্ঞাপন জুড়ে গোটা রায়গঞ্জ ভর্তি হয়ে গিয়েছে। এরপর থেকেই গোলমালের সূত্রপাত।

এই অনুষ্ঠানের উদ্যোক্তাদের মধ্যে থেকে গোপাল দেব বলেন,”বর্ষবরণের রাত্রে একদিনের বার তৈরি করার অনুমতি দিয়েছে আবগারি দপ্তর এবং থানা। আর ভিআইপি টিকিট স্নাক্স এবং ডিনারের সাথে ড্রিঙ্ক ফ্রী রয়েছে।”

তবে সরকারী স্পোর্টস ময়দানে কেন মদ্যপান এর ব্যবস্থা করা হলো ? এই ঘটনা কোনোভাবেই মানতে রাজি নয় বিজেপি। এমনকি বিজেপি নেতৃত্বের থেকে বলা হল যে তাঁরা রায়গঞ্জ শহর জুড়ে আন্দোলন করবে।

বিজেপির জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী বললেন,”সরকারি স্পোর্টস কমপ্লেক্স এর শরীর গঠনের জায়গায় মদের আসর বসাতে চাইছে। সরকারি ক্লাব আর স্পোর্টস কমপ্লেক্স এ কেন বার তৈরী করা হলো ? খেলাধুলা করার জায়গাতেও মদের আসর বানিয়ে দিল। এটা খুবই খারাপ কাজ। আমরা এর বিরুদ্ধে এবং বৃহত্তর আন্দোলনে শামিল হবো।”

অপরদিকে এর বিপরীতে জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সন্দীপ বিশ্বাস জানালেন,”যাদের যেরকম নজর তারা সে রকম বিজ্ঞাপন দেখে বেড়ান। তবে প্রকৃতপক্ষে কি ঘটছে সেটা পুরোটা না জেনে কোন মন্তব্য করছি না।”

জেলা তৃণমূল সভাপতি কানাইলাল আগরওয়ালের মতে একদিন বার খুললে সেরকম খারাপ কিছু হবে না। তাছাড়া তার মতে এই ব্যবস্থার ফলে লোকে আসল মদ কিনতে পারবে। প্রকৃতপক্ষে নকল মদ থেকে লোককে রক্ষা করতে সরকারের স্পোর্টস কমপ্লেক্স এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে বললেন। তৃণমূলের এই দুই হেভিওয়েট নেতা বিজেপির আন্দোলনকে গুরুত্ব দেননি।

You will get free alcohols in 31 December in Rajganj Govt Sports Complex
বর্ষবরণের রাতে ফ্রিতে বিদেশী মদ দেবে রায়গঞ্জের সরকারি স্পোর্টস কমপ্লেক্স

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।