ভাইরালসর্বশেষ

Google এর চাকরি ছেড়ে সিঙ্গারা বেচে কোটিপতি হলেন ভারতীয় যুবক

আমরা প্রত্যেকেই ছোট বেলা থেকে স্বপ্ন দেখে যাই। আমরা প্রত্যেকেই চাই ভালো ভাবে জীবন যাপন করতে। আর চাই আমরা যে পেশা বেছে নিই না কেন তাতে সাফল্য লাভ করতে। তবে এর জন্য কঠোর অধ্যবসায় আর প্রচুর পরিশ্রমের দরকার হয়। যারা তার স্বপ্নের পিছনে ক্রমাগত লেগেই থাকেন তারা একদিন না একদিন সাফল্য লাভ করেন। আর এসব দেখে আশেপাশের লোকজনের কাছে অবিশ্বাস্য মনে হতে পারে। আর এমনটাই ঘটে গিয়েছে ভারতীয় এক যুবকের ক্ষেত্রে।

জানা গিয়েছে ওই যুবকের নাম মুনাফ। তিনি বিশ্বের সবথেকে বিখ্যাত আইটি কম্পানি গুগলে চাকরি করতেন। তার বেতন শুনলেও আপনি ঈর্ষান্বিত হতে বাধ্য হবেন। তাছাড়া সে ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের এক ধনী জীবন যাপনে। তবে সে তার নিজের স্বপ্নকে সফল করতে এই সমস্ত কিছুকে ত্যাগ করে দিয়েছেন। আর নিজের লক্ষ্যে অবিচল থেকেছেন। সে তার নিজের পূর্বের পরিকল্পনা অনুসারে গুগলে চাকরি ছেড়ে দেন। বর্তমানে তার একটি বড়সড় সিঙ্গারার দোকান রয়েছে। তবে এইটুকু যারা পড়েছেন তাদের কাছে মনে হচ্ছে যেন ছেলেটি একটা পাগল। কিন্তু ব্যাপারটা মোটেও তা নয়। চলুন পুরো গল্পটি জেনে নি।

গুগলের স্ট্র্যাটেজিক পদে যুক্ত ছিলেন ওই ব্যক্তিটি। তাকে তিনটি জায়গায় ট্রান্সফার করা হয়েছিল: মুসৌরি, হায়দ্রাবাদ এবং তারপর মুম্বাই। আর এরপরই তিনি চাকরি ছেড়ে দেন। তারপর একটি রেস্টুরেন্ট খোলেন। আর সেখানে তার মায়ের কাছ থেকে রান্না শিখে সেই রান্না গুলো করতে থাকেন। আর এই ভাবেই সে অনলাইন থেকে অর্ডার পাচ্ছিল।

কিন্তু তার ব্যবসা খুব ধীরে ধীরে চলছিল। তার ইচ্ছা ছিল যে ব্যবসাকে বাড়াবেন কিন্তু প্রয়োজনমতো অর্থ বা অর্ডার পাচ্ছিলেন না। মাঝপথে তিনি তার ব্যবসা ছেড়ে দিতে চেয়েছিলেন। কিন্তু হঠাৎই তার জীবনে এক অলৌকিক কান্ড ঘটে যায়। ফোর্স ইন্ডিয়া কতৃপক্ষ তাকে কল করে। তারা জানায় যে, মুনাফের বিজনেস নিয়ে একটা আর্টিকেল প্রকাশ করতে চায়। এরপর ফোর্স ম্যাগাজিনে এই ছেলেটির গল্প প্রকাশিত করা হয়। আর এরপরই তিনি পুরোদমে কাজ শুরু করে দেন।

তিনি মুম্বাইতে একটি বড় সিঙ্গারার দোকান খুলে ফেলেন। আর তার বানানোর সিঙ্গারা খেয়ে শহরের প্রতিটা লোক প্রশংসা করতে থাকেন। তার দোকানের সামনে লাইন পড়ে যায়। বিখ্যাত বিখ্যাত সেলিব্রিটি যেমন হৃত্বিক রোশন, রানি মুখার্জির মতো লোকজন ও তার রান্না খেয়ে পাগল হয়ে গেছেন। তিনি সিংগারা ছাড়াও নার্গিস কাবাব, ডাব্বা গোস্ট রেসিপি ইত্যাদি রান্না করে থাকেন। আর খাওয়ার জন্য লোকজন পাগল। জানা গিয়েছে, এখন তার বছরে আয় 50 লক্ষ টাকা প্রায়। তাছাড়া এই ব্যবসাটির বস তিনি নিজেই।

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।