খবররাজনীতিসর্বশেষ

যৌন হেনস্থায় অপমানে দল ছাড়লেন তৃতীয় লিঙ্গের প্রার্থী, হলো না কেনো ইতিহাস

অনেক সময় অনেক ইতিহাস গড়তে আমরা দেখি কিন্তু দেখি না তার নেপথ্যে রয়েছে কত যন্ত্রনার কাহিনী। কোন ইতিহাস খুব সহজে গড়ে ওঠে না। ইতিহাস গড়ার পেছনে থাকে অনেক আত্মত্যাগ। আবার অনেক গল্প ইতিহাস হবার আগেই অচিরে হারিয়ে যায়। সম্প্রতি এমনই একটি ইতিহাস হতে গিয়েও হলো না কেরালার মাটিতে। (Kerala Politics News: Ananya Kumari Alex, 1st transgender candidate leaves DSJP, Democratic Social Justice Party for bad behaviour with her)

কেরালা নির্বাচনী ডেমোক্রেটিক সোশ্যাল জাস্টিস পার্টি তে প্রথম ভোটে দাড়িয়ে ছিলেন একজন রূপান্তরকামী মহিলা। এই মহিলার নাম অনন্যা কুমারী এলেক্স। যাত্রা টা শুরু করলেও শেষ পর্যন্ত শেষ করতে পারলেন না তিনি। সংবাদ পড়ার সাথে সাথে তিনি ছিলেন কেরলের প্রথম রেডিও জকি। ২৮ বছর বয়সেই তিনি তাঁর কর্ম জীবনে সফলতা অর্জন করেছিলেন।

সবকিছুতে সাফল্য অর্জন করলেও রাজনীতিতে প্রবেশ করার পর তাকে সফল হতে হলো না। অনেক লড়াইয়ের সম্মুখীন হওয়ার পরেও মনের জোরে লড়ে যাচ্ছিলেন তিনি। কিন্তু শেষপর্যন্ত পিছিয়ে আসতে হলে তাকে। রাজনীতিতে থাকা কালিন বহুবার লিঙ্গ বৈষম্য এবং লাঞ্ছনার শিকার হতে হয়েছে তাকে।

তবে ব্যক্তিগত অপমান ছাড়াও তিনি সবার আগে সকলের কাছে আর্জি জানিয়েছেন যে, যে দল থেকে তাকে ফিরে আসতে বাধ্য হল সেই দলকে যেন কেউ ভোট না দেয়। তা জীবনে অনেক আশা ছিল কিন্তু সবকিছু শেষ হয়ে গেছে। ভোটে জিততে পারলে রূপান্তরকামী মানুষদের পাশে দাঁড়াতে পারতেন। তাদের জন্য কিছু করতে পারতেন কিন্তু তা করা হলো না তার আর।

রাজনীতির মঞ্চে তাকে কেউ কোনদিন দেখতে পাবে না আর। একরাশ কষ্ট এবং অভিমান নিয়ে অবশেষে দল ছাড়তে বাধ্য হলেন এই রূপান্তরকামী মহিলা। তিনি যদি আজ ভোটে জিতে জয়যুক্ত হতেন তাহলে হয়তো কেরলের মাটিতে নতুন একটি ইতিহাস গড়ে উঠত কিন্তু তা আর হলো না সম্ভব। মানুষের ঈর্ষা এবং কটুক্তি সবকিছু শেষ করে দিল।

ananya kumari alex leaves dsjp for bad behaviour with her
যৌন হেনস্থায় অপমানে দল ছাড়লেন তৃতীয় লিঙ্গের প্রার্থী, হলো না কেনো ইতিহাস