দেশবিনোদনভাইরালসর্বশেষ

গোপন Whatsapp কথোপকথন ইডির হাতে তুলে দিলেন অঙ্কিতা

সুশান্ত মৃত্যু তদন্তকাণ্ডে আর্থিক তছরুপের যে অভিযোগ, তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সুশান্তের বাবা কে কে সিংহের করা রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে যে আর্থিক তছরুপের অভিযোগ, তার তদন্তের সুবিধার্থে কিছু জিজ্ঞাসাবাদ শুরু করেছে ইডি।

রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ কোটি কোটি টাকা সুশান্তের অ্যাকাউন্ট থেকে তুলে নিয়েছেন তিনি। একাধিক সংস্থায় টাকা ইনভেস্ট করেছিলেন সুশান্ত। নিজের কোম্পানিও শুরু করেছিলেন। যেখানে কোনো রকম বিনিয়োগ ছাড়াই রিয়া চক্রবর্তী এবং তার ভাইয়ের শেয়ার ছিল। বৃহৎ অংকের টাকার লেনদেন থাকায় ইডি এই বিষয়ে তদন্তভার নিয়েছে।

সুশান্তের মৃত্যু নিয়ে পূর্বেই মুখ খুলেছেন সুশান্তের প্রাক্তন বান্ধবী অঙ্কিতা লোখান্ডে। তিনি জানিয়েছেন, তাঁর প্রথম ছবি “মনিকর্ণিকা দ্যা কুইন অফ ঝাঁসি” (Manikarnika: The Queen of Jhansi) মুক্তির সময় সুশান্তের সাথে হোয়াটস্অ্যাপে কিছু কথোপকথন হয়। সেই সময় তার প্রথম ছবি নিয়ে শুভেচ্ছা জানিয়ে ছিলেন সুশান্ত।

এই কথোপকথন সূত্রেই অঙ্কিতা জানতে পারেন, সুশান্তের সঙ্গে রিয়ার সম্পর্কের কথা এবং তাদের সম্পর্ক তলানিতে পৌঁছে ছিল। সুশান্ত এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চেয়েছিলেন সেকথাও জানান অঙ্কিতাকে। অঙ্কিতা আরও জানান, এই কথোপকথনের সময় সুশান্ত খুব আবেগী হয়ে পড়েছিলেন। রিয়ার সঙ্গে তিনি খুশি ছিলেন না। ছোটখাটো বিষয়ে তাঁদের মনোমালিন্য লেগেই থাকতো। তাই শীঘ্রই তিনি চেয়েছিলেন এই সম্পর্কের ইতি টানতে।

অন্যদিকে বিহার পুলিশের ডিজি গুপ্তেশ্বর পান্ডে অভিযোগ তুলেছেন। সুশান্তের অ্যাকাউন্ট থেকে হওয়া আর্থিক তছরুপের বিষয়টি এড়িয়ে যাচ্ছে মুম্বাই পুলিশ। তার মতে সুশান্ত অ্যাকাউন্টে মোট ৫০ কোটি টাকা জমা পড়েছিল গত চার বছরে। আশ্চর্যজনকভাবে পুরো টাকাটাই তুলে নেওয়া হয়। এক বছরে ১৭ কোটি টাকা জমা পড়েছিল সেখান থেকে ১৫ কোটি টাকা তুলে নেওয়া হয়েছে। এটা কি তদন্তের স্বার্থে গুরুত্বপূর্ণ নয়? সেই নিয়ে প্রশ্ন তুলেছে বিহার পুলিশ। প্রতিনিয়ত সুশান্তের মৃত্যুর তদন্ত কান্ডে নতুন নতুন তথ্য উঠে আসছে। সিবিআইয়ের হস্তক্ষেপে তদন্ত কোন দিকে মোড় নেয় সে দিকে তাকিয়ে সুশান্তের পরিবারসহ অনুরাগীরা সকলে।