আবহাওয়াখবরদেশসর্বশেষ

বঙ্গোপসাগরের উপর তৈরি হল আবার এক ঘূর্ণিঝড়, হতে পারে তুমুল বৃষ্টি

তামিলনাড়ুর উপরে একের পর এক বিপর্যয় নেমে আসছে, কিছুদিন আগেই বন্যা কবলিত হয়েছিল তামিলনাড়ু, এরপরে আবার আশঙ্কা দেখা দিচ্ছে এক ঘূর্ণিঝড়ের যা বঙ্গোপসাগরের উপর তৈরি হয়েছে এবং যার ফলে তামিলনাড়ু প্রবল বৃষ্টি হতে পারে। শ্রীলংকা লাগোয়া যে দক্ষিণ তামিলনাড়ু অঞ্চলটি রয়েছে সেখানে এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে বলে বেশি জানা গেছে। (Another cyclone ghurni jhor formed over the Bay of Bengal, chances of heavy rains in Kerala, Tamil Nadu)

দক্ষিণ কেরালাতে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে জারি করা হয়েছে সর্তকতা। সোমবার নাগাদ’ এই বঙ্গোপসাগরের উপর তৈরি নিম্নচাপ আরো শক্তি বাড়িয়ে, যার ফলে মঙ্গলবার এই নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়। এই ভয়ঙ্কর ঘূর্ণিঝড় টির নাম হল বুরেভি।

ঝড়ের প্রভাব পড়তে পারে তামিলনাড়ুর করায় কল, কেরল, মাহে, লাক্ষাদ্বীপ, অন্ধ্রপ্রদেশের কিছু অংশে। আবহাওয়া দপ্তর থেকে জানা গিয়েছে যে এই ঘূর্ণিঝড়টি এখন কুমারীর থেকে প্রায় এক হাজার কিলোমিটার দূরে রয়েছে। তবে আশঙ্কা করা হচ্ছে যে ২রা ডিসেম্বর ঘূর্ণিঝড়টি আছড়ে পড়বে শ্রীলংকার উপকূলে এবং তার পরে সেখান থেকে পৌঁছাবে কোমরিন সাগরের দিকে।

আরব সাগরে পৌঁছালে এই ঘূর্ণিঝড়টি আরো তার শক্তি বাড়াবে বলে মনে করা হচ্ছে, এবং যার ফলে বুধবার থেকে দক্ষিণ তামিলনাড়ুতে আবহাওয়া ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণ তামিলনাড়ুতে হতে পারে অতি ভারী বৃষ্টি এবং ঝড়।

তবে এ ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলার কোন অঞ্চলে সব পড়বে না, তবে মনে করা হচ্ছে যে এই নিম্নচাপের প্রভাবে হয় তো উত্তরে হাওয়া কিছুটা হলেও বাড়বে।

সপ্তাহের শেষের দিকে মনে করা হচ্ছে যে, আমাদের শহরে, তাপমাত্রা ১৮ ডিগ্রী সেলসিয়াস এর কাছেই থাকবে। খবর সূত্রে জানানো হয়েছে যে, নভেম্বর মাসের দিকে বেশ ঠান্ডা পড়েছিল, সেই সময় প্রায় তাপমাত্রা ছিল ১০.২ ডিগ্রি সেলসিয়াস।

Another cyclone formed over the Bay of Bengal, chances of heavy rains
বঙ্গোপসাগরের উপর তৈরি হল আবার এক ঘূর্ণিঝড়, হতে পারে তুমুল বৃষ্টি (Credit : Youtube, Google)

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।