বিনোদনসর্বশেষ

সন্তানের জন্মের পর শুটিংয়ে ফিরবেন অনুষ্কা, “আদিপুরুষ”-এ সীতার ভূমিকাতে

রামায়ণকে নির্ভর করে সিনেমা তৈরি করছেন “তানাজি দ্য আনসাং হিরো”-এর পরিচালক ওম রাউত। আদিপুরুষে তিনি রাম চরিত্রে নির্বাচন করেছেন বাহুবলী খ্যাত দক্ষিণী তারকা প্রভাসকে (Om Raut selects Baahubali star Prabhas as lord Ram in ‘Adipurush’)। রাবণের চরিত্র মাথায় রেখে লঙ্কেশ-এর ভূমিকায় অভিনয় করবেন সইফ আলি খান।

সূত্রের খবর, সীতার ভূমিকায় দেখা যেতে পারে অনুষ্কা শর্মাকে (Actress Anushka Sharma may act as Sita in Adipurush)। অনুষ্কার সঙ্গে সাক্ষাৎ করে সিনেমার পুরো ভাবনা বুঝিয়ে দিয়েছেন ওম রা‌উত। এই চরিত্র নিয়ে অনুষ্কাও বেশ উচ্ছ্বসিত। সেকথা জানা যাচ্ছে খবর সূত্রে। সম্মতি জানিয়েছেন তিনি।

সম্ভবত এই বিগ বাজেটের ছবিতে সীতার চরিত্রে অনুষ্কার অভিনয় নিয়ে উত্তেজনা দেখা গেছে দর্শকের মধ্যে। সম্প্রতি অভিনেত্রী অনুষ্কা শর্মা এবং তার স্বামী বিরাট কোহলি তাদের বাবা-মা হওয়ার খবর জানিয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা নিয়ে ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে নেটিজেনদের মধ্যে।

সূত্রের খবর, অনুষ্কা শর্মার পাকাপাকি সিদ্ধান্ত নেওয়ার পরই ছবি প্রোডাকশনের তরফে শিডিউল তৈরি করা হবে। সূত্রের খবর অনুষ্কার সন্তান জন্মের পর দু’মাসের মধ্যেই শুটিংয়ে ফিরবেন অনুষ্কা। ২০২০-এর জানুয়ারি মাসে শুটিং শুরু করতে চান পরিচালক ওম রাউত।

আদিপুরুষ যেহেতু রামায়ণের গল্প নিয়ে তৈরি হতে চলেছে সেক্ষেত্রে ছবির প্রথম অংশের শুটিং হবে প্রভাস এবং সইফ আলী খানকে নিয়ে। সেই পর্বে অনুষ্কার প্রয়োজন পরবে না। যদিও আদি পুরুষের চরিত্রে এখন‌ও চূড়ান্ত হয়নি অনুষ্কা। কিন্তু তিনি পরিচালক ওম রাউতের প্রথম পছন্দ। তবে চুক্তিপত্রে এখনো সই করেনি অনুষ্কা শর্মা।

অন্যদিকে আরও দুটি বড় বাজেটের ছবি ঘোষণা করেছেন দক্ষিণী তারকা প্রভাস। একটি রোমান্টিক ছবি, নাম রাধেশ্যাম। সেটিতে তার বিপরীতে অভিনয় করছেন পূজা হেগড়ে। পরিচালক রাধা কৃষ্ণ কুমার। অন‍্য ছবির নাম এখনো ঠিক হয়নি। তবে ছবিটির বিষয় নির্ভর করছে কল্পবিজ্ঞানের ওপর। ছবিটির পরিচালক নাগ অশ্বিন।