খবরদেশভাইরালরাজনীতিসর্বশেষ

রাজনীতিতে ছক্কা হাঁকালেন অর্জুন পুরস্কারে ভূষিত শ্রেয়সী সিংহ

প্রিয় পাঠকেরা, এখন যে সোনার মেয়েটির কথা বলতে চলেছি তার নাম শ্রেয়সী সিংহ। তিনি কমনওয়েলথ গেমসে শোনা এবং রুপা জেতার সৌভাগ্য লাভ করেছিলেন। অপরদিকে, এশিয়ান গেমসে শুটিং করে ব্রোঞ্জ পদক লাভ করেন। আর এখন রাজনীতির মাঠে নেমেই একদম ছক্কা হাঁকিয়ে দিলেন। চলুন জেনে নিই বিস্তারিত। (Arjun Award winner Shreyasi Singh his a six in politics. She represents BJP from Jamui centre, Bihar)

এই মুহূর্তে শ্রেয়সীর বয়স 29 বছর। তিনি বিহারের জামুই সেন্টারে প্রবল প্রতিপক্ষ আরজেডি দলের বিজয় প্রকাশ এর বিপক্ষে দাঁড়িয়েছিলেন। আর নির্বাচনে তিনি তাকে পরাজিত করে দেন। (She defeats RJD leader Vijay Prakash)

https://www.instagram.com/p/CHclrPaHtAR/

অপরদিকে এই মেয়েটি প্রথম মেয়ে যে অর্জুন পুরস্কার প্রাপ্ত হয়েছেন বিহার থেকে। স্বাভাবিকভাবেই এটি তার জন্য একটা বড় সম্মান। তবে এই মেয়েটির বংশপরিচয় ঘাঁটার পর বোঝা গেল এদের রক্তে রয়েছ রাজনীতি। জানা গেল, জামুই কেন্দ্র হতেই শ্রেয়সীর বাবা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দ্বিগবিজয় সিং তিন বার নির্বাচনে জয় লাভ করতে সক্ষম হন।

প্রসঙ্গত, শ্রেয়সী নির্বাচনের পূর্বে বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে জনগণের সমস্যার কথা শুনছিলেন। আর এভাবেই তিনি তাঁর নির্বাচনের সফল প্রচার অভিযান চালান। অপরদিকে, শ্রেয়সীর মায়ের নাম পুতুল কুমারী। তিনিও বিজেপি দলের হয়ে নির্বাচনে দাঁড়ান। জানা গেল, 2014 সালে পুতুল কুমারী দেবী বিহারে বাঁকা আসনে লোকসভা ভোটে বিজেপির পদপ্রার্থী হয়ে দাঁড়ান। (Digvijay Singh- father of Shreyasi Singh and Putul Kumari Devi is her mom)

Arjun Award winner Shreyasi Singh his a six in politics
রাজনীতিতে ছক্কা হাঁকালেন অর্জুন পুরস্কারে ভূষিত শ্রেয়সী সিংহ (Credit : Shreyasi on Instagram)

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।