বিনোদনসর্বশেষ

রবীন্দ্রনাথ ঠাকুরের মায়ামৃগয়াতে একসাথে অভিনয় করতে দেখা যাবে ঋতাভরী এবং অর্পিতা কে

বাংলা সাহিত্যের উপর কেন্দ্র করে গড়ে ওঠা ধারাবাহিক এবং চলচ্চিত্রের পরিমান কম নয়। ইতিমধ্যে এমন অনেক চলচ্চিত্র এবং ধারাবাহিক উপহার পেয়েছি আমরা যেগুলি বিশেষ কিছু বাংলা সাহিত্যের উপর নির্ভর করে গড়ে উঠেছে।

বাঙালি মানে সাহিত্যপ্রেমী, তাই যেকোন সাহিত্যের উপর নির্ভর করে গড়ে ওঠা চলচ্চিত্রগুলি বাঙালির মনে একটি বিশেষ জায়গা করে নেয়। আর যেখানে কথা আসে রবীন্দ্রনাথের সেখানে বাঙালিরা ইমোশনাল হয়ে পড়ে।

এইবার চলচ্চিত্র পরিচালক শুভ্রজিৎ মিত্র বাংলা সাহিত্যকে কেন্দ্র করে তৈরি করতে চলেছেন আরও একটি বিশেষ চলচ্চিত্র “মায়ামৃগয়া” (Maya Mrigaya directed by Subhrajit Mitra)। শুভ্রজিৎ মিত্রের পরিচালনায় এই “মায়ামৃগয়া” চলচ্চিত্রটি গড়ে উঠতে চলেছে রবীন্দ্রনাথের লেখা “দুই বোন” -কে কেন্দ্র করে। নতুন বছরে বাঙ্গালীদের জন্য এটি একটি বিশেষ উপহার স্বরূপ।

চলচ্চিত্রটিতে ঋতাভরী চক্রবর্তী এবং অর্পিতা চট্টোপাধ্যায়কে দুই বোনের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে (365 Reporter Bangla Entertainment News : Arpita Chatterjee and Ritabhari Chakraborty act as two sisters in Rabindranath Tagore’s Maya Mrigaya)।

রবীন্দ্রনাথের লেখা “দুই বোন” এ আমরা পড়েছি শর্মিলা এবং উর্মিলার গল্প। এই চলচ্চিত্রটিতে শর্মিলার চরিত্রে অভিনয় করবেন অর্পিতা এবং উর্মিলার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ঋতাভরী কে (Arpita as Sharmila and Ritabhari will act as Urmila)। এছাড়াও আরও বিশেষ কিছু চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বিশেষ কিছু মুখকে যেমন, রোকেয়ার ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে রানী রাসমণি খ্যাত দিতিপ্রিয়া রায় কে (Rani Rasmani actor Ditipriya will act as Rokeya)।

অপরদিকে, ইন্দ্রনীল সেনগুপ্ত কে দেখতে পাওয়া যাবে শশাঙ্কের চরিত্রে অভিনয় করতে (Indranil Ghosh as Shasanka)। আগামী নতুন বছরের জানুয়ারি মাস থেকেই শুরু হতে চলেছে নতুন চলচ্চিত্রটির শুটিং। উত্তরাখণ্ড ছাড়াও কলকাতা, মুর্শিদাবাদ এবং বোলপুরের মতো বিশেষ কিছু জায়গায় ছবির শুটিং হওয়ার কথা হয়েছে। ছবির পোস্টারটি সাম্প্রতিক অর্পিতা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করেন।

এর আগেও পরিচালক শুভ্রজিৎ মিত্রর পরিচালনায় গড়ে উঠেছিল আরও একটি চলচ্চিত্র “অভিযাত্রিক”, যেটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের “অপু” কে কেন্দ্র করে গড়ে উঠেছে। অবশ্য করোনা পরিস্থিতিতে লকডাউন এর কারণে ছবিটি সিনেমা হলে রিলিজ করা যায়নি। এখন করোনা পরিস্থিতি যথেষ্ট সামালের মধ্যে আছে তবে ছবিটি কবে প্রকাশিত হবে সেটি এখনও সম্পূর্ণ ভাবে জানা যায়নি।

এই চলচ্চিত্রটিতে অর্জুন চক্রবর্তী কে দেখা গেছে অপুর ভূমিকায় অভিনয় করতে এবং অপর্ণার ভূমিকায় অভিনয় করেছে দিতিপ্রিয়া। এর পাশাপাশি সব্যসাচী চক্রবর্তীকে শঙ্করের ভূমিকায়, আয়ুষ্মানকে কাজল এর ভূমিকায়, অর্পিতা চট্টোপাধ্যায় লীলার ভূমিকায়, শ্রীলেখা মিত্র কে রানুদির ভূমিকায়, এবং তনুশ্রী শংকর কে বউ রানীর ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে।

শুভ্রজিৎ মিত্র এর ব্যাক-টু-ব্যাক এই দুটি বাংলা সাহিত্যকে কেন্দ্র করে গড়ে ওঠা চলচ্চিত্র বাঙালির মনে একটি বিশেষ জায়গা করে নেবে বলে মনে হচ্ছে।

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।