বিনোদনভাইরালসর্বশেষ

জামিনের আবেদন বাতিল! জেলের ভাত খেতে হবে রিয়া চক্রবর্তীকে

শুক্রবারে এনডিপিএস অ্যাক্ট-এর নিয়ম অনুসারে, রিয়া চক্রবর্তী জামিনের আবেদন খারিজ করল কোর্ট। তাছাড়া তার ভাই সৌভিক এবং অন্যান্য চারজনকে গ্রেপ্তার করেছে এনসিবি (NCB arrests Rhea CHakraborty, her brother Showik and other 4 persons according to NDPS act)। কারণ তারা মনে করছে যে ড্রাগের কেসে সুশান্তের মৃত্যুর সঙ্গে এদের যোগসুত্র রয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত, রিয়া এবং সৌভিক এবং অন্যান্য অভিযুক্ত ব্যক্তিগণ যারা হলেন- সুশান্তের ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা, হাউসকিপার দ্বীপেশ সাওয়ান্ত, বান্দ্রার বাসিন্দা জায়েদ ভিলাত্রা এবং আব্দুল বাসিত পরিহর কোর্টে জামিন পাওয়ার জন্য আবেদন করে। রিয়া এবং সৌভিকের উকিল সতীশবাবু জানালেন যে, স্পেশাল আদালত এই ছয়জনের ক্ষেত্রেই জামিনের আবেদন নস্যাৎ করে দিয়েছে।

রিয়া চক্রবর্তী জানান যে, তিনি সম্পূর্ণ নির্দোষ। তাকে ভুল কেসে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। রিয়া এবং তার ভাই সৌভিক কে এনডিপিস অ্যাক্ট এর ২৭ -এ সেকশন অনুসারে আটক করা হয়েছে। আর এই সেকশনে বলা আছে যে, বেআইনি মাদকের কেনাবেচা করা এবং সরবরাহ করার জন্য জেল হতে পারে।

পরবর্তীকালে ডিফেন্স এর তরফ থেকে এই জামিনের আবেদনের ব্যাপারে কথা বলেছেন। তারা জানালেন,”এই মুহূর্তে অভিযুক্ত ওই দুজন বলতে পারে যে কম পরিমাণে ড্রাগ কেনার জন্য আমাদের জামিন দেওয়া হোক। আর এটাই সাধারণত হয়ে থাকে। আর এই ব্যাপারটা সঙ্গে বেআইনি মাদককে কেনায় টাকা দেওয়া বা সরবরাহ করার কোন মিল নেই। ফলে এই পরিস্থিতি অনুযায়ী তাদেরকে জামিন মঞ্জুর করা সম্ভব হচ্ছে না।”

পরবর্তীকালে কোর্টের তরফ থেকে আরও গুরুত্বপূর্ণ কথা বলা হয়। তারা জানালেন যে রিয়া এবং তার ভাই সৌভিক অন্যান্য অভিযুক্ত কাইজেন ইব্রাহিমের সঙ্গে মিল রয়েছে। তা সত্ত্বেও এনসিবি রিয়া এবং সৌভিকের উপর বেশী গুরুত্ব আরোপ করছে। আর সেই কারণেই ইব্রাহিমকে প্রথম দিনেই জামিন দেওয়া হয়েছে।

তাছাড়া তাদের এই জামিনের আবেদন ব্যর্থ করে দেয়ার কারণ হলো, তারা মনে করছেন যে প্রতিটি ব্যক্তির মধ্যে যোগসূত্র রয়েছে। আর এই কেসটা কে আলাদাভাবে দেখা ঠিক নয়। পাবলিক প্রসিকিউটর অতুল সারপান্দে মন্তব্য করে বললেন যে, সংস্থা কোর্টে যাবে ইব্রাহিমের জামিন ক্যানসেল করার জন্য। তিনি আরো জানালেন যে, তার কাছ থেকে .৫ গ্রাম হাসিস পাওয়া গিয়েছে।

তিনি আরো জানালেন যে, এই মুহূর্তে তদন্তটি গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। আর অভিযুক্তদের কে জামিন দিলে ভালোভাবে তদন্ত সম্ভব হবে না। তাছাড়া, কি পরিমানে ড্রাগের ব্যবহার হয়েছে তা গুরুত্বপূর্ণ নয়। অভিযোগের কতটা দম রয়েছে সেটাই গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে প্রত্যেকটি লোক পুরো ঘটনাটি সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আর তাদেরকে এই কেসের থেকে আলাদা করে বিচার করা যাবে না।

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।