বাংলাদেশবিনোদনসর্বশেষ

করোনাতে প্রয়াত হলেন বাংলাদেশের কীংবদন্তী অভিনেত্রী সারাহ বেগম কবরী

ভারতবর্ষের পাশাপাশি করোনা হানা দিয়েছে প্রতিবেশী দেশ বাংলাদেশ। সম্প্রতি বাংলাদেশের অভিনেত্রী সারাহ বেগম কবরী করোনাতে আক্রান্ত হয়ে মারা গেছেন। গত 5 ই এপ্রিল তার করোনা রিপোর্ট পজিটিভ এসেছিল। এরপর শুক্রবার গভীর রাতে হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 71 বছর। (Dhallywood Actress Death News: Bangladeshi legendary actress Sarah Begum Kobori dies due to corona)

অভিনেত্রীর আসল নাম মিনা পাল। ১৯৫০ সালের ১৯ জুলাই বাংলাদেশের চট্টগ্রামের বাঁশখালীতে জন্ম হয়েছিল তার। বাবার নাম শ্রী কৃষ্ণ দাস পাল এবং মা লাবণ্যপ্রভা পাল। জীবন কালে অসাধারণ অভিনয় করার জন্য দুই বাংলার প্রচুর মানুষের সম্মান পেয়েছেন তিনি। অভিনয় করার পাশাপাশি তিনি ছিলেন একজন সক্রিয় রাজনীতিবিদ। (Kobori Sarwar Age. Sarah Begum Kobori Wiki)

জ্বর এবং কাশির মত উপসর্গ নিয়ে তিনি ভর্তি হয়েছিলেন হাসপাতালে। সেখানে তার রিপোর্ট পজিটিভ আসে। গত 7 এপ্রিল থেকে শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে তার। এরপর তাকে আইসিইউতে রাখার ব্যবস্থা করা হয়। 8 এপ্রিল দুপুর বেলায় আইসিইউতে রাখা হয়েছিল তাকে। কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি। শুক্রবার স্থানীয় সময় রাত বারোটা কুড়ি নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন তিনি। অভিনেত্রী মৃত্যুর খবর সুনিশ্চিত করেন তার ছেলে।

ঋত্বিক ঘটকের ছবি তিতাস একটি নদীর নাম, সিনেমাতে মূল চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এছাড়াও তার জনপ্রিয় ছবিগুলির মধ্যে ছিল আগন্তুক, নীল আকাশের নিচে, দেবদাস, চোরাবালি। পরবর্তী সময়ে রাজনীতিতে যোগদান করেন তিনি। 2008 সাল থেকে 2014 সাল পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য ছিলেন তিনি।

ছ বছর বাংলাদেশের সংসদের সদস্য হয়েছিলেন তিনি। পরে রাজনীতি ছেড়ে দিয়ে অভিনয় এবং ছবি পরিচালনায় ফিরে এসেছিলেন তিনি। অমর একুশে গ্রন্থমেলা 2017 সালে প্রকাশিত হয়েছিল তার আত্মজীবনী মূলক বই স্মৃতিটুকু থাক।তবে সেই সমস্ত কিছুর উর্ধ্বে গিয়ে আজ তার অসাধারণ প্রতিভার জন্যই তাকে মনে রাখবেন সাধারণ মানুষ।

bangladeshi legendary actress sarah begum kobori dies due to corona
করোনাতে প্রয়াত হলেন বাংলাদেশের কীংবদন্তী অভিনেত্রী সারাহ বেগম কবরী