ক্রিকেটখবরখেলাবাংলাদেশসর্বশেষ

নিজের দলের খেলোয়াড়কেই মারতে গেলেন মুশফিকুর রহিম, বাংলাদেশের বিখ্যাত ব্যাটসম্যান

ক্রিকেটের মাঠে বলতে অর্থাৎ 22 গজের একটা যুদ্ধ শুরু হয়ে যায় খেলার সময়। খেলা যখন টানটান মুহূর্তে পৌঁছে যায় তখন খেলোয়াড়দের উদ্দেশ্য থাকে যেভাবেই হোক জয় ছিনিয়ে নেওয়া। আর সত্যি কথা বলতে একটু বড় মাপের খেলোয়াড়দের খুব সহজেই মাথা গরম হয়ে যায়। আর এরকম ভাবেই মাথা গরম হয়ে গেল বাংলাদেশ তথা ক্রিকেট জগতের এক অন্যতম খেলোয়ার মুশফিকুর রহিমের। (Bangladesh Cricket News : Bangladeshi wicketkeeper Mushfiqur Rahim loses temper and is going to beat his teammate Nasum Ahmed. Bangabandhu T20 Cup : Beximco Dhaka vs Fortune Barishal)

এই ঘটনাটি বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপ ম্যাচের। সেখানে এক উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলো সিনিয়র প্লেয়ার মুশফিকুর রহিম এবং তার জুনিয়র সতীর্থ নাসুম আহমেদের মধ্যে। আর সেদিন মূলত বেক্সিমকো ঢাকা এবং ফরচুন বরিশাল দলের মধ্যে টি-টোয়েন্টি খেলা অর্থাৎ একটা ঘরোয়া মাঠের খেলা চলছিল। আর ঢাকা দলের উইকেট রক্ষকের দায়িত্ব পালন করছিলেন মুশফিকুর রহিম। অপরদিকে মুশফিকের টিম বরিশাল দলকে ১৫০ রান চেজ করার টার্গেট দিয়েছিল। বরিশাল প্রবাল দাপটের সঙ্গে খেলে প্রায়ই লক্ষ্যমাত্রার কাছাকাছি চলে আসে।

আর এই উত্তেজনাময় পরিস্থিতি সৃষ্টি হয় এই ইনিংসের শেষ দিকে অর্থাৎ ১৭ তম ওভারে। আর সেই মুহূর্তে বরিশাল দলকে ঢাকার বিরুদ্ধে জিততে গেলে ১৯ বলে ৪৫ রান করতে হতো। আর সেই সময়ে অলরাউন্ডার আফিফ হোসেন ফাইন লেগ এর উপর দিয়ে দূধর্ষ একটা বাউন্ডারি করার টার্গেট নেন।

তবে ব্যাট-বল ঠিকমতো তিনি লাগাতে পারেননি। আর এর ফলে সরট ফাইল লাগে বল হাওয়ায় ভাসতে থাকে। আর সেই স্থানে ফিল্ডিংয়ের দায়িত্বে ছিলেন ঢাকার নাসুম আহমেদ। অপরদিকে বিখ্যাত উইকেটকিপার মুশফিকুর রহিম ওই ক্যাচ লুফে নেওয়ার জন্য দৌড়াতে শুরু করেন।

আর এরপরই ঝামেলা শুরু হয়ে যায়। মুশফিক এবং নাসুম দুইজনেই একই কাজ ধরার জন্য ভীষণ ভাবে প্রস্তুত হয়ে যান। এক পর্যায়ে গিয়ে দুজনের মধ্যে ধাক্কা লেগে যায়। অবশ্য শেষ পর্যায়ে মুশফিকুর রহিম ক্যাচটি ধরতে সক্ষম হন। কিন্তু তার সমস্ত রাগ গিয়ে পড়ে নাসিমের উপর। প্রকৃতপক্ষে তিনি তার মাথা ঠান্ডা রাখতে ব্যর্থ হন এবং তার ফলশ্রুতিতে জুনিয়র প্লেয়ার নাসুমকে মারতে ছুটে যান।

পরে অবশ্য তিনি নিজেকে ঠান্ডা করেন। তবে নাসুমকে বেশ বকাবকি করেন। অবশ্য দলের অন্যান্য খেলোয়াড়রা এসে এই উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।

তবে শেষ হাসিটা হাসতে পারে বেক্সিমকো ঢাকা দল। কারণ বরিশাল শেষ পর্যন্ত লক্ষ্যমাত্রায় পৌঁছাতে ব্যর্থ হয়। সংক্ষিপ্ত স্কোর : বেক্সিমকো ঢাকা ২০ ওভারে ১৫০ রান করে। এর বিপরীতে ফরচুন বরিশাল দল ১৪১ রান করার পর তাদের ইনিংস থেমে যায়। বরিশাল দলের হয়ে ৫৫ রানের একটি ঝড়ো ইনিংস করেন আফিফ।

Bangladeshi wicketkeeper Mushfiqur Rahim loses temper and is going to beat his teammate Nasum Ahmed
নিজের দলের খেলোয়াড়কেই মারতে গেলেন মুশফিকুর রহিম, বাংলাদেশের বিখ্যাত ব্যাটসম্যান (Credit : @CricCrazyNIKS on Twitter and @MushfiqurOfficial on Facebook)

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।