খবরজীবনযাত্রাটেকনোলজিসর্বশেষ

সাইলেন্ট করা ফোন হারিয়ে গেলে তা খোঁজার কিছু পদ্ধতি নীচে দেওয়া হলো।

আমরা কাজের ব্যস্ততার মধ্যে অনেক সময় ফোনটাকে সাইলেন্ট করে রেখে দি। অনেক সময় ফোনটা সাইলেন্ট অবস্থায় এদিক-ওদিক থাকলে আমাদের পক্ষে খুঁজে পাওয়া অসম্ভব হয়ে ওঠে। রইল সাইলেন্ট হয়ে থাকা ফোন খুঁজে না পেলে, খুঁজে বের করার কিছু কৌশল।(Below are some ways to find out if a silenced phone is lost)

১. কম্পিউটার বা অন্য কোন মোবাইল থেকে আপনাকে প্রথমে গুগোল ওয়েবসাইটে যেতে হবে।

২. সেখানে দেখবেন সার্চ অপশন দেওয়া থাকবে সেই সার্চ অপশনে গিয়ে আপনাকে লিখতে হবে “ফাইন্ড মাই ফোন”।

৩. তারপরে সেই ফোন বা কম্পিউটারে আপনার জিমেইল আইডিটা দিয়ে আপনার একাউন্টটা ওপেন করুন।

৪. ওপেন করলে আপনি দেখতে পাবেন সেখানে আপনার মোবাইলের লোকেশন টা ঠিক কোথায় রয়েছে।

৫. এরপর আপনাকে কিছু অপশন দেয়া হবে এবং সেখান থেকে আপনি আপনার ফোনের অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজার টিকে ‘অন’ করতে পারবেন।

৬. তারপর কিছু অপশন দেওয়া হবে এবং সেখান থেকে আপনি ‘রিং’ নামক অপশনটিকে বেছে নেবেন।

৭. ফোন সাইলেন্ট অবস্থায় হারিয়ে গিয়ে থাকলেও এই কাজগুলি করার ফলে আপনার ফোনটি যেখানেই থাকুক না কেন ফোনটির রিংটোন বেজে উঠবে।

তবে মনে রাখতে হবে যে আপনার হারিয়ে যাওয়া সাইলেন্ট ফোনটিতে যেন জিমেইল একাউন্ট সাইন ইন করা থাকে। নয়তো আপনি এই পদ্ধতি অনুসরণ করে কখনোই আপনার সাইলেন্ট হয়ে যাওয়া ফোনটিকে খুঁজে পাবেন না।

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।