খবররাজ্যসর্বশেষ

হিমা দাস হচ্ছেন অসমের পুলিশের ডিএসপি -Hima Das Becomes Assam DSP

হিমা দাস আইএএএফ অনুর্ধ কুড়ি তম বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতের প্রথম অ্যাথলিট হিসেবে হিমা দাস গড়ছে নতুন ইতিহাস। তিনি এবার বসতে চলেছেন,পুলিশের বড়ো একটি পদে বসেছেন। অসম সকারের পুলিশ প্রশাসনের একটি গুরুত্বপূর্ন বড়ো পদে বসানো হয়েছে তাকে। (Bengal pride Hima Das to set a new role as Assam Police DSP)

ডেপুটি সুপারিনটেনডেন্ট করা হয়েছে তাকে। সর্বানন্দা সোনওয়াল অসমের মুখ্যমন্ত্রী যিনি মন্ত্রিসভায় একটি বৈঠকে হিমা দাসকে রাজ্যের পুলিশের ডিএসপি হিসাবে ঘোষিত করেন। এরকম একটি ঘোষণার পর হিমা টুইট করে এই খুশির খবরটি সকলকে জানায়।

তিনি সকলকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি টুইট কিরে লিখেছেন যে,অসমের মুখ্যমন্ত্রী কে অসংখ্য ধন্যবাদ তাকে এরকম একটি পদ দেওয়ার জন্য। এই পদটি অনেক সাহস যোগাবে তাকে। দেশের জন্য ভালো কাজ করবে সেটাই তার ইচ্ছা ছিল। শেষে তিনি লেখেন জয় হিন্দ।

অসমের সরকার সিদ্ধান্ত নিয়েছিলেন হিমাকে এরকম একটি পদে বসানোর জন্য। এইরকম একটি সিদ্ধান্ততে খুশি হয়ে টুইট করেছেন ক্
ক্রীড়ামন্ত্রী রিজিজুও। অসম রাজ্যের শিল্পমন্ত্রী ও এই সিদ্ধান্তে খুশি হয়ে একটি টুইট করেন।তিনি লেখেন যে, “রাজ্যের ক্রীড়া জগতে অনেক পরিবর্তন করা হচ্ছে”।

হিমা দাসই প্রথম যে, ভারতের জন্য সোনা জিতে নিয়ে এসেছিলেন। হিমা ২০১৮ সালে, তিনি ৪০০ মিটার দৌড়ের জন্য স্বর্ণপদক জিতেছিলেন। ৪০০ মিটার দৌড়াতে তিনি সময় নিয়েছিলেন,৫১.৪৬ সেকেন্ড। মন্ত্রীসভা একদিক যেমন ক্রীড়াজগতের একজনকে রাজ্যের পুলিশ বিভাগের একটি বড়ো পদে নিয়োগ করলেন,তেমনি অন্য দিকে চেষ্টা করছেন ক্রীড়া জগতের আরো পরিবর্তন করতে। মন্ত্রী সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, ক্রীড়াবিদদের এইবার থেকে ক্লাস ওয়ান এবং সাথে ক্লাস টুএর পদগুলিতেও নিয়োগ করা চলবে।