বিনোদনরাজনীতিসর্বশেষ

“একদম চ্যাংরামো করা চলবে না”, অভিনেতা দেব – Dev Bengali Superstar

সম্প্রতি কুচবিহার শীতলকুচি জনসভা থেকে মানুষকে সচেতনতা মূলক বার্তা দিলেন তৃণমূল সাংসদ দেব। সকলকে তিনি জানালেন যে, একেবারে চ্যাংরামো করা চলবে না। প্রতিনিয়ত মাক্স পড়তে হবে। আগামী দিনে আমাদের ভয়ঙ্কর পরিস্থিতির সামনা সামনি হতে হবে। ভোটের জন্য মিটিং মিছিল করতে হচ্ছে আমাদের। কিন্তু প্লিজ মাফ করবেন সকলে। করুন আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে প্রতিদিন। মাথায় রাখবেন ভোট বারবার আসবে কিন্তু প্রাণ একটাই। (West Bengal Assembly Election News: Bengali actor Dev spreads awareness from Sitalkuchi, Cooch Behar jana sabha)

এর মাঝখানে কয়েকজন নিজেদের মাক্স তুলে দেখান দেব কে। তা দেখে আপ্লুত দেব বলেন যে, যারা পড়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা পড়েননি তারা প্লিজ পড়ে নিন।

বিধানসভা ভোটের আগে জোড়া ফুল শিবিরের হয়ে বিভিন্ন জায়গায় জনসমাবেশ করছেন অভিনেতা তথা সংসদ দেব। বারবার সভাস্থল থেকে মনে করিয়ে দিচ্ছেন যে, মহামারী কিন্তু এখনো আমাদের মধ্যে রয়েছে । তাই দয়া করে সকলে সচেতন হোন।

একই কথা শোনা গেল তার টুইটার এবং ফেসবুকেও। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তিনি লিখেছেন যে, ম্যাক্স কিন্তু পরতেই হবে। আপনারা যে কোন দলকে সমর্থন করতে পারেন। কিন্তু অবশ্যই মাক্স পড়ে সমাবেশ করুন।

প্রসঙ্গত উল্লেখ্য,পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টায় করোনাতে আক্রান্ত হয়েছেন ২০৫৮ জন। কলকাতায় একদিনে আক্রান্ত হয়েছেন ৫৮২ জন। মৃত্যু হয়েছে ৩ জনের। এরপরই উত্তর ২৪ পরগনা জেলায় আক্রান্তের সংখ্যা ৪৭২ জন। প্রাণ হারিয়েছেন ১ জন। এর পাশাপাশি হুগলি, মালদা ও মুর্শিদাবাদেও ১ জন করে করোনায় মৃত্যু হয়েছে।

bengali actor dev spreads awareness from sitalkuchi cooch behar jana sabha
“একদম চ্যাংরামো করা চলবে না”, অভিনেতা দেব – Dev Bengali Superstar