খবরদেশরাজ্যসর্বশেষ

প্রশিক্ষণ চলাকালীন বিস্ফোরণে প্রাণ গেলো এক বাঙালি জওয়ানের – Bengali Jawan Sayan Ghosh Death News

প্রশিক্ষণ চলছিল এমন সময়ে বিস্ফোরণে মৃত্যু হল এক বাঙালি জওয়ান। প্রশিক্ষণ চলছিল জম্মুতে, রাইফেলের ব্যারেলে হঠাৎই বিস্ফোরণ হয় যার ফলে প্রাণ হারায় এক জওয়ান। উত্তর ২৪ পরগনা জেলার বাসিন্দা ওই জওয়ান। ওই মৃত জওয়ানের নাম হল সায়ন ঘোষ। কাঁচরাপাড়ার নাগদা নামের একটি গ্রামে বাস করত সায়ন। (News Nation : Bengali Jawan Sayan Ghosh from Nagda, Kanchrapara, North 24 Parganas, West bengal dies due to explosion during training in Jammu)

এলাকাতে তাকে খুব ভালো ছেলে বলেই জানত সকলে। খুব ভালো ফুটবল খেলত সায়ন। পরিবারের লোকের থেকে খবর পাওয়া গেছে যে, সায়ন আগে পুলিশের চাকরি করতো, সায়নের বাবা যেহেতু সেনাবাহিনীতে ছিল তাই ছোট থেকেই তার শখ ছিল যে, তিনি সেনাবাহিনীতে যোগ দেবেন এবং শেষপর্যন্ত বিএসএফের তিনি যোগ দিলেন কিন্তু যখন সায়ন বিএসএফে যোগ দেয় তখন সায়নের বাবা আপত্তি করেছিল কিন্তু, সায়ন কোন রকম কথা না শুনেই বিএসএফ এ যোগদান করেন। (Bengali Jawan Sayan Ghosh home town , residence, family father name, mother, photos, images, videos, news)

খবর সূত্রে জানা গেছে যে ২০১৯ সালে সায়ন পুলিশের চাকরি ছেড়ে দেয় এবং তারপরই সেনাবাহিনীতে ঢোকে। জম্মুতে রেজিমেন্টের ৭৩ নং এ যোগদান করেন তিনি। এরপর এই খবর সূত্রে জানা যায় যে, জওয়ানদের নিয়ে রাইফেল প্রশিক্ষণ চলছিল আখনুর সেক্টর এবং সেখানেই হঠাৎ বন্দুকের মধ্যে থাকা ব্যারেলে বিস্ফোরণ ঘটে যায়। এই বিস্ফোরণ ছিল এতটাই মারাত্মক যে সেখানে থাকা জাওয়ান সায়ন মারা যায়। (Sayan Ghosh regiment number)

পাশাপাশি আরও দুজন গুরুতর আহত হয়েছে, তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। সায়নের পরিবার খবর পায় সেনাবাহিনীর তরফ থেকে দেওয়া একটি এসএমএস এর মাধ্যমে। ঘটনাটি জানার পরেই গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে, প্রতিবেশীরা সকলেই সায়নের বাড়িতে ভিড় করে। সায়নের মা-বাবা পাথর হয়ে গিয়েছেন ছেলের মৃত্যু সংবাদ পেয়ে।

bengali jawan sayan ghosh from kanchrapara dies due to explosion during training in jammu
প্রশিক্ষণ চলাকালীন বিস্ফোরণে প্রাণ গেলো এক বাঙালি জওয়ানের – Bengali Jawan Sayan Ghosh Death News