খবরদেশরাজনীতিসর্বশেষ

Bihar Election 2020। করোনার সংকটজনক পরিস্থিতিতে শুরু বিহারের ভোট

করোনার এই সংকটজনক অবস্থায় শুরু হয়ে গেল বিহারের বিধানসভা ভোটের নির্বাচন। প্রায় ১,০৬৬ জন প্রার্থী লড়াই করছে এই বিধানসভা ভোটে জেতার জন্য। (Bihar Assembly Election 2020 started 2020 during Corona Pandemic)

নীতীশ কুমারের মন্ত্রিসভায় ৭১ টি আসনে ৮ জন সদস্যের ভোট নির্বাচন হবে।

এই রকম করোনা পরিস্থিতিতে নির্বাচন কমিশনের দেওয়া সমস্ত রকম নিয়ম কানুন মেনে ভোটগ্রহণ শুরু হয়।

সকাল সাতটা নাগাদ এই ভোটগ্রহণপর্ব চালু হয়। ১০০০ থেকে ১৬০০ জন ভোটার সদস্য রাখা হয় প্রত্যেকটি বুথে।

নির্বাচন কমিশনারের আদেশ অনুযায়ী প্রত্যেকটি বুতে থার্মাল স্ক্যানার বসানো হয়। হ্যান্ড স্যানিটাইজার রাখা হয় এবং সাবানের ব্যবস্থাও করা হয়। ইভিএম কে স্যানিটাইজ করা হয়।

সংখ্যা প্রায় ২.১৪ কোটি এবং তাদের মধ্যে মহিলা ভোটারের প্রায় ১.০১ কোটি।

১,০৬৬ জন প্রার্থীর মধ্যে পুরুষ প্রার্থী রয়েছেন ৯৫২ জন এবং মহিলা প্রার্থী রয়েছেন ১১৪ জন।

বয়স্ক অর্থাৎ ৮০ বছরের উপরে যারা তাদের জন্য পোস্টাল ব্যালটের ব্যবস্থা করা হয় ভোট গ্রহণের মাধ্যম হিসাবে।

যারা ভোট কেন্দ্রে কাজ করবেন এবং যারা ভোট দিতে আসবেন তাদের অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। সব ভোটারকে দেওয়া হবে সুরক্ষার জন্য গ্লাভস।

প্রত্যেক ভোটার সোশ্যাল ডিস্টেন্স মেনে দাঁড়িয়ে ভোট দেন। প্রত্যেক ভোটারদের ভোটকেন্দ্রে ঢোকার আগে তাদের দেহের তাপমাত্রা মাপার ব্যবস্থা করা হয়।

এখন প্রশ্ন প্রায় আড়াই লক্ষ পরিযায়ী শ্রমিক কার দিক এগোচ্ছে। তাদের ভোট কোন দিকে? সমস্ত কিছুর উত্তর দেবে ভোটের রায়।

Bihar Election started 2020 during Corona Pandemic
Bihar Election 2020। করোনার সংকটজনক পরিস্থিতিতে শুরু বিহারের ভোট

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।