খবরবিনোদনভাইরালরাজনীতিসর্বশেষ

“ভোটের রেজাল্টের পর কনডমের দোকান দেবেন সায়নী,” – বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল

আর কিছুদিনের মধ্যেই শেষ হয়ে যাবে সমস্ত ভোট পর্ব। তার আগে আরো একবার নিজেদের প্রস্তুত করে নিচ্ছেন প্রত্যেক জন প্রার্থীরা। সম্প্রতি প্রতিদ্বন্দ্বী কে আক্রমণ করতে গিয়ে আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল জড়িয়ে পড়লেন বড়োসড়ো বিতর্কে। রবিবার তিনি অন্যতম তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ এর উদ্দেশ্যে বলেন যে, নির্বাচনের ফলাফল বেরোনোর দিন কনডমের দোকান দেবেন উনি। (West Bengal Election 2021 News: BJP candidate Agnimitra Paul slams Saayoni Ghosh TMC candidate)

রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সায়নী কে এমন একটি আক্রমণাত্মক কথা বলেছেন অগ্নিমিত্রা পাল সায়নী ঘোষ কে উদ্দেশ্য করে তিনি বলেন যে, উনি একেবারই রাজনীতি জানেন না। এতদিন সিনেমা জগতে কাজ করে এসেছেন। এরপর হয়তো সেখানেও জায়গা পাবেন না। তাই ফলাফলের পরে কনডমের দোকান খোলা ছাড়া আর কোন রাস্তা থাকবে না তার কাছে। উনি এটা বোধহয় জানেন না যে, আসানসোলের সংসদ, বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং অন্যান্য বিধায়ক যারা রয়েছেন, তাদের কাজ করতে দেওয়া হয়নি। এমনকি গত বছর ত্রাণ দিতে গেলেও বাধা দেওয়া হয়েছিল তাদের।

বিজেপি পার্টির এই রকম একটি মন্তব্যের উত্তরে পাল্টা মন্তব্য করেছেন সায়নী ঘোষ। তিনি জানিয়েছেন যে, আমি ওনার স্তরে নিজেকে নামিয়ে নিতে পারবো না। উনি নিজের কথার মধ্যে দিয়ে নিজের পরিচয় সকলের কাছে দিয়েছেন। ওনার বংশপরিচয় যে কতখানি বড় তা প্রকাশ পাচ্ছে। উনি তো আমাদের বাচ্চা বাচ্চা বলতেন। কিন্তু আজ ওনার বংশ পরিচয় আমরা পেয়ে গেলাম।

এর আগেও আসানসোলের রতিবোরী এবং তিরাট কোলিয়ারি এলাকার আদর্শ আচরণবিধি ভঙ্গের অভিযোগ উঠেছিল অগ্নিমিত্রা পাল এর বিরুদ্ধে। ওই এলাকায় ভীষণভাবে পানীয় জলের সমস্যা দেখা যায় অগ্নিকাণ্ডের পরে। পানীয় জল না পেয়ে সেখানে বিক্ষোভ দেখান স্থানীয়রা। সেই বিক্ষোভের অগ্নিমিত্রা পাল ও যোগ দেন। কিছুক্ষণের মধ্যে সেখানে জলভর্তি ট্যাংকার পাঠিয়ে দেন জেলা প্রশাসন। কিন্তু সেই দিন অগ্নিমিত্রা পাল এর উপস্থিতিতে জলের ট্যাঙ্কে দলের পতাকা টানিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে।

এদিকে বেশ কিছু বছর আগের একটি টুইট ঘিরে কিছুদিন আগে তৈরি হয়েছিল বিতর্ক। বিজেপি নেতা তথাগত রায় সায়নী ঘোষের বিরুদ্ধে এফআইআর করেন। তথাগত রায় তার টুইটার প্রোফাইল তার অভিযোগপত্রের একটি ছবি পোস্ট করেন। সেখান থেকেই জানা গেছে যে, কিছু বছর আগে অভিনেত্রী সায়নী ঘোষ একটি ছবি পোস্ট করেন যেখানে দেখা যায় যে, শিব লিঙ্গের ওপরে কনডম পড়াচ্ছে একজন মহিলা। এই মহিলাটি আর অন্য কেউ নয়, সচেতনতার বিজ্ঞাপনে দেখানো বুলাদি।

গ্রাফিকের ভিতরে লেখা ছিল, বুলাদির শিবরাত্রি। এর থেকে বেশী কার্যকরী হতে পারে না ঈশ্বর। এই পোস্ট ঘিরে উত্তাল হয়েছিল নেট দুনিয়া। হিন্দু ধর্মীয় ভাবাবেগকে আঘাত করেছেন বলে অভিযোগ করা হয়। তবে এই প্রসঙ্গে সায়নী ঘোষ কে সহযোগিতা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই সিপিএম ছেড়ে তৃণমূলে যোগদান করেছিলেন সায়নী ঘোষ।

bjp candidate agnimitra paul slams saayoni ghosh tmc candidate
“ভোটের রেজাল্টের পর কনডমের দোকান দেবেন সায়নী,” – বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল