খবররাজনীতিরাজ্যসর্বশেষ

“…মানুষ নাকি ভোট দেবে খেলতে খেলতে!”- অনুব্রত মণ্ডল কে কটাক্ষ বাবুল সুপ্রিয়র

West Bengal Election 2021 : সবেমাত্র ভোটের তারিখ প্রকাশ হয়েছে তার সাথে অনুব্রত মন্ডলের নতুন ওষুধ এর কথা বেরিয়ে পড়ল। তার কথা অনুযায়ী মানুষ এবার নাকি খেলতে খেলতে ভোট দেবে। অপরদিকে তাকে কটাক্ষ করে বাবুল সুপ্রিয়র বিস্ফোরক মন্তব্য, “অনুব্রতর উচিত হাওড়া স্টেশনে টিয়াপাখি নিয়ে বসার, পশ্চিমবঙ্গে যেখানে ৮ দফায় ভোট সেখানে তামিলনাড়ুতে নাকি ১ দিনে ভোট হবে! নিজেদের ইচ্ছামত কার্যকলাপ করে চলেছে।” (BJP leader Babul Supriyo slams Anubrata Mondal)

দেখা গেছে যখনি ভোট আসে তখনই সাথে সাথে প্রচার হতে শুরু করে অনুব্রত মন্ডলের নতুন নতুন উক্তি, তার “চড়াম-চড়াম” আবার “গুড়-বাতাসা” এইসব উক্তি দিয়ে তিনি নাকি মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করে রাখেন। আমনিতেই কমিশনার এবারে পশ্চিমবঙ্গে আর দফায় ভোট হওয়ার কথা ঘোষণা করেছেন। বিভিন্ন জেলাগুলিতে এবং পাশাপাশি কলকাতাতেও দুটি ভাগে ভোট হওয়ার কথা জানা গেছে । ইতিমধ্যেই চলে এসেছেন কেন্দ্রীয় সামরিক বাহিনী

২৪ ঘন্টার “ক্রসফায়ার” অনুষ্ঠানটিতে অংশগ্রহণকারী অনুব্রত মণ্ডল কে তার বলা উক্তি গুলি এবারে কাজ করবে কিনা তা জিজ্ঞেস করে তিনি বলেন, তার কোন চিন্তা নেই, মমতা ব্যানার্জি যেভাবে উন্নয়ন করেছেন সেই স্বার্থেই জনগণ নাকি তাকে ভোট দেবেন তাও আবার খেলতে খেলতে গিয়ে।

পরবর্তী সময় ওই অনুষ্ঠানে ফোন কল- এর মাধ্যমে বিজেপি সংসদ বাবুল সুপ্রিয় সঙ্গে যোগাযোগ স্থাপন করলেন তিনি ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী এর প্রশ্নের উত্তরে জানান তিনি নাকি একজন কংগ্রেস নেতাকে বলতে শুনেছেন যে শাসকদলের সন্ত্রাস থেকে বাঁচার জন্য ৮ দফার ববদলে ১২ দফায় ভোট করা উচিত ছিল। তিনি আরো জানান বিরোধীদলের কোন লজ্জা শরম নেই এরপর অনুব্রত মণ্ডলের নাম না নিয়ে পরোক্ষভাবে কটাক্ষ করে জানান তার নাকি হাওড়া স্টেশনে টিয়া পাখি নিয়ে বসা উচিত।

এর আগে ২০১৯ সালের এপ্রিল মাসে ২৪ ঘন্টার একই অনুষ্ঠানে লোকসভা ভোটের দিন হাজির ছিল দুজনেই অর্থাৎ অনুব্রত এবং বাবুল। সেইদিন অনুব্রত মণ্ডল বলেছিলেন বাবুল সুপ্রিয় যদি ভোটে যেতে তিনি রাজনীতি ছেড়ে দেবেন যদিও এই কথাটি এই দিনের অনুষ্ঠানে অস্বীকার করেননি তিনি।

bjp leader babul supriyo slams anubrata mondal
“…মানুষ নাকি ভোট দেবে খেলতে খেলতে!”- অনুব্রত মণ্ডল কে কটাক্ষ বাবুল সুপ্রিয়র