খবররাজনীতিরাজ্য

“বিজেপিতে যদি শুভেন্দু অধিকারী আসে তাহলে তাকে আমাদের তরফ থেকে জানানো হবে সু-স্বাগতম” – ভারতী ঘোষ

এইবারে বিজেপিতে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানালেন প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ। “আর নয় অন্যায়” এই স্লোগানে বিজেপি একটি মিছিল করে নন্দীগ্রামে রেয়াপাড়া অঞ্চল থেকে টেঙ্গুয়া অঞ্চল পর্যন্ত। এই সভাতে উপস্থিত ছিলেন প্রাক্তন আইপিএস অফিসার ভারতী ঘোষ। এই সভায় তিনি বক্তৃতা দেন সেখানে তৃণমূলের সম্পর্কে মন্তব্য করতেও তিনি ছাড়েননি। (BJP leader Bharati Ghosh will wellcome Subhendu Adhikary if he joins BJP)

তিনি তৃণমূলকে আক্রমণ করে তাদের ওপর প্রশ্ন রাখলেন যে,” নন্দীগ্রামে যে সমস্ত পরিবারগুলি আন্দোলনের জন্য শহীদ হয়েছেন, তাদের কি দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে? এমনকি এই অঞ্চলে কোনরকম শিল্পের ব্যবস্থা করা হয়নি”।

নন্দীগ্রামে আন্দোলনের সময় যে সমস্ত পরিবারের উপর যারা গুলি চালিয়েছিল, তাদের দেখা গেছে তৃণমূলে যোগ দিতে।

তিনি এই সভায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর সম্পর্কে মন্তব্য করে বলেন যে, “উনি একজন বেশ দূরদৃষ্টি সম্পন্ন ব্যক্তি, যে দলেই তিনি থাকুক না কেন সেই দলেরই ভালো। তাই উনি কী করবেন না করবেন সেটাও উনি ভালো জানবেন, এবং কোন দলে তিনি যোগ দেবেন সেটাও তিনি ভালো করে জানবেন। যদি উনি বিজেপিতে যোগদান করতে চায় তাহলে ওনার জন্য সবসময় এই দরজা খোলা। আমরা তাকে সাদরে সু স্বাগতম জানাই”।

ভারতী ঘোষ আরো বলেন যে, যদি তিনি বিজেপিতে যোগদান করেন, তাহলে ওনার কাছে একটি রাস্তা থাকবে সাধারণ মানুষকে সাহায্য করার।

BJP leader Bharati will wellcome Subhendu Adhikary if he joins BJP
“বিজেপিতে যদি শুভেন্দু ঘোষ আসে তাহলে তাকে আমাদের তরফ থেকে জানানো হবে সু-স্বাগতম” – ভারতী ঘোষ (Credit : Facebook)

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।