খবররাজনীতিরাজ্যসর্বশেষ

শ্যামনগরে দলের পার্টি অফিস ভাঙচুর ! নিজেরাই পোড়ালেন বিজেপির পোস্টার – Shyamnagar BJP

বিধানসভা ভোটকে কেন্দ্র করে গত বছরের শেষের দিক থেকে নানান কাণ্ডকারখানা হয়ে আসছে যা দেখে মনে হচ্ছে সত্যিই এবছরের ভোটটা নজিরবিহীন হতে চলেছে। এক এক করে যেন এক একটা চ্যাপ্টার শুরু হচ্ছে রাজনৈতিক দলের ক্ষেত্রে। প্রথমদিকে তৈরি হয়েছিল দলবদল এর গল্প, দলবদল অব্দি বিভিন্ন রাজনৈতিক দলগুলি আটকে ছিল না বরং তারপরে রাজনৈতিক মহলে শুরু হয়েছিল গানের চর্চা, নানারকম সুরে সুর মেলাচ্ছিলো রাজনৈতিক দলের একাধিক নেতা নেত্রীরা। (West Bengal Assembly Election 2021 : BJP leaders perform vandalism in their party office in Shyamnagar, North 24 Parganas)

রাজনৈতিক দলের হয়ে কোন প্রার্থী লড়বে সে বিষয়ে একটি জিজ্ঞাসা চিহ্ন ছিল, কিন্তু অবশেষে সেই প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পরই বিভিন্ন রাজনৈতিক মহল থেকে শুরু করে বিভিন্ন এলাকায় তৈরি হচ্ছে দলীয় কর্মীদের মনে অসন্তোষ যার ফলে ভোটের হাওয়া কোন দিকে যাবে সে বিষয়ে যথেষ্ট চিন্তিত রাজনৈতিক মহল। প্রার্থী তালিকা বিজেপির ঘোষিত হওয়ার পরেই উত্তর ২৪ পরগনার নদীয়া থেকে পূর্ব বর্ধমান পর্যন্ত বিজেপির দলীয় কর্মীদের অসন্তোষ একই রকম দেখা যাচ্ছে। বিজেপির দলীয় কর্মীরা একটি বিজেপির পার্টি অফিস ভেঙে ফেলল নিজেদের হাতেই।

উত্তর ২৪ পরগনা জেলার জগদ্দলে বিজেপির প্রার্থী করা হয়েছে একজন তৃণমূল দল ত্যাগী নেতা অরিন্দম ভট্টাচার্যকে। বৃহস্পতিবার দিন যখন বিজেপির তরফ থেকে প্রার্থী ঘোষণা করা হয় তারপর থেকে বিক্ষোভ দেখা যায় এবং সেই বিক্ষোভ এসে পড়ে কল্যাণী হাই এক্সপ্রেস শ্যামনগরের বাসুদেবপুর মোড়ে। বিজেপির কর্মীরা দলীয় পতাকা, ব্যানার ছিঁড়ে রাস্তায় আগুন ধরিয়ে দেয়। (Shyamnagar, Jagaddal, North 24 Parganas Contituency BJP candidate name in West Bengal Assembly Election 2021 : Arindam Bhattacharya)

ব্যারাকপুরের সাংগঠনিক জেলার বিজেপি সদস্য অরুণ ব্রাহ্ম ব্যাপারটি বিষয় নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, “২০১৬ সালের বিধানসভায় বিজেপি হয়ে তিনি লড়াই করেছিলেন। ৩০,৫৭৫ টি ভোট তিনি পেয়েছিলেন।” অরুন ব্রাহ্ম আরও বলেন যে, “বিজেপিকে সেই সময়ে তারা জিতিয়েছিলো,কিন্তু টিকিট দেওয়া হল তৃণমূল ছেড়ে চলে আসা এক নেতাকে। দলীয় কর্মীরা যারা বিজেপির ভালো চায় তাদের টিকিট দেওয়া হলো না। এমন একজনকে টিকিট দেয়া হয়েছে যে,২০১৯ সালে তৃণমূলের হয়ে দাঁড়িয়েছিল শান্তিপুরে।” (BJP leader Arun Brahma comments)

জগদ্দলে যে সমস্ত বিজেপির দলীয় কর্মীরা বিজেপির ভালো চায় তাদের কোনো রকম টিকিট দেওয়া হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি আরো বলেন যে,” যে সমস্ত দলীয় কর্মীরা বিজেপির পার্টি অফিস করেছিল তারাই মর্মাহত হয়ে পার্টি অফিস ভেঙে দিয়েছে।” তার মতে এই কারণেই পার্টি অফিস রাখার আর কোনো কারণ নেই।যদিও ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং এই সমস্ত ব্যাপারটিকে মেনে নিতে নারাজ। রানাঘাটে ও বিজেপির প্রার্থী তালিকা নির্বাচন হওয়ার পরেই যথেষ্ট অসন্তোষ শুরু হয়েছে তৃণমূল দলত্যাগী পার্থসারথী চট্টোপাধ্যায়কে বিজেপি প্রার্থী হিসেবে নির্বাচন করার পর।

বিজেপির দলীয় কর্মীরা চরম অসন্তোষ দেখায়। ভোটকে কেন্দ্র করে বিজেপির অন্দরমহলে এক অসম্ভব অসন্তোষের সৃষ্টি হয়েছে যা বিজেপি দলের ক্ষেত্রে কিছুটা হলেও অস্বস্তির কারণ হয়ে দাঁড়াবে।

bjp leaders perform vandalism in their party office in shyamnagar north 24 parganas
শ্যামনগরে দলের পার্টি অফিস ভাঙচুর ! নিজেরাই পোড়ালেন বিজেপির পোস্টার – Shyamnagar BJP