খবরবিনোদনরাজনীতিসর্বশেষ

অভিনেত্রী সায়নী ঘোষের বিরুদ্ধে ধর্ম নিয়ে পুরনো Meme -এ FIR BJP -র – Tathagata Roy on Saayoni Ghosh

সম্প্রতি অভিনেত্রী সায়নী ঘোষের এই টিম নিয়ে যথেষ্ট হইচই পড়ে গেছে যেখানে দেখা গেছে তিনটি ধর্মকে নিয়ে তিনি তার মতামত পোষণ করেছেন তার মধ্যে হিন্দু ধর্মের প্রতি তার মিম যেটা উঠে এসেছে সকলের নজরে। এই ঘটনাটির বিরুদ্ধেই অভিযোগ দায়ের করলেন বিজেপির নেতা তথাগত রায়। (BJP MP Tathagata Roy charges FIR against actress Saayoni Ghosh due to an old Meme about religion)

সায়নী ঘোষের বিরুদ্ধে ধর্ম সম্পর্কে এই ধরনের মিম তৈরি করার জন্য রবীন্দ্র সরোবর থানায় অভিযোগ দায়ের করেন বিজেপি নেতা তথাগত। বিজেপি নেতা তথাগত একটি টুইট করেন এবং যেখানে তার থানায় অভিযোগ করার অভিযোগপত্রটি সেখানে লেখেন যে,” আপনার সম্পর্কে অভিযোগ দায়ের করেছে গুয়াহাটি থেকে একজন আমাকে জানিয়েছেন আপনার এই ধরনের মিমটির কথা, আমি বিশ্বাস করছি যে পুলিশ এই বিষয়ে নিশ্চয়ই কোনো রকম সিদ্ধান্ত নেবেন”।

সায়নী জি ২৪ ঘন্টায় একটি অনুষ্ঠান আপনার রায় মন্তব্য করেছিলেন কিছু যা নিয়ে যথেষ্ট রাজনৈতিক মহলে বিতর্ক শুরু হয়েছে। পশ্চিমবঙ্গের রাজনৈতিক অবস্থা যেরকম এই মুহূর্তে রয়েছে সেটাই ব্যাখ্যা করতে গিয়ে অভিনেত্রী বলেন যে,” ঈশ্বরের নাম অর্থাৎ শ্রী রামের নাম এখন যেন রণধ্বনি হয়ে পরিণত হয়েছে যেটা একদমই ঠিক নয় । ঈশ্বরের নাম ভক্তি এবং ভালোবাসায় নেওয়া উচিত”। (Tathagata Roy vs Saayoni Ghosh)

সায়ানীর এই মন্তব্য ঘিরেই পরে টুইটার ইউজাররা তার প্রতি আক্রমণাত্মক মন্তব্য করেন যার জন্যই বিজেপি নেতার সঙ্গে অভিনেত্রী সায়নী ঘোষ এর মধ্যে একটি যুদ্ধ বেধে যায়। এর পরপরই অভিনেত্রীর মিমটি নিয়ে তথাগত রায় থানায় অভিযোগ করেন বিশ্বায়নের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে ইচ্ছাকৃতভাবে এবং বিদ্বেষমূলক এরকম একটি ধর্মীয় কে নিয়ে মন্তব্য করা।

এই পোস্টকে সায়নী ২০১৫ সালে পোস্ট করেছে বলে তিনি জানিয়েছেন এবং এই বিষয়ে তিনি কোনরকম কিছুই জানেন না, পরে যখন তিনি এই বিষয়ে জানতে পারেন তখন সেটা ডিলিট করে দেন বলে জানান।

BJP MP Tathagata Roy charges FIR against actress Saayoni Ghosh due to an old Meme about religion
অভিনেত্রী সায়নী ঘোষের বিরুদ্ধে ধর্ম নিয়ে পুরনো Meme -এ FIR BJP -র – Tathagata Roy on Saayoni Ghosh

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।