খবররাজনীতিরাজ্যসর্বশেষ

“পুলিশের লোক গ্রামে রাত্রে রেড করতে এলে নারকেল গাছে বেঁধে রাখুন” – দিলীপ ঘোষ

Hooghly : আর মাত্র কয়েকটি মাসের অপেক্ষা। আর তার পরেই হবে পশ্চিমবাংলায় বিধানসভা নির্বাচন। আর স্বাভাবিকভাবেই এই পরিস্থিতিতে রাজনীতি সরগরম। আর দিলীপ ঘোষ হুগলির পটাশপুরে গিয়ে পুলিশের সম্পর্কে বিতর্কিত এক মন্তব্য করায় পরিস্থিতি আরও সরগরম হয়ে উঠলো। তার কথা অনুসারে, রাত্রিবেলায় কোন গ্রামে পুলিশ যদি রেড করতে আসে তাহলে তাকে নারকেল গাছের সঙ্গে বেঁধে রাখতে বললেন। চলুন দিলীপ ঘোষের নিজের কথা থেকেই শুনে নেই। (Potashpur, Hooghly News : BJP WB President Dilip Ghosh urges people to tie up Police workers with coconut tree if they wish to raid at night)

তিনি বললেন,”যে সমস্ত পুলিশ অফিসারগণ অত্যান্ত চামচাগিরি করছেন, তাবেদারী করছেন তাদের সম্পর্কে আমি বলে দিচ্ছি। সময় আছে, পাল্টে জান। আপনারা যে বেতন পান উর্দি পড়েন তা আমাদের ট্যাক্সের টাকায়। আপনার বাপের জমিদারি নয় ওটা।টিএমসির জমিদারি নয়।”

এই বলে তিনি একটু থামলেন। তিনি আরো বললেন,” আর পুলিশের লোক যদি রাত্রিবেলা কোথাও রেড করতে আসে গ্রামে, তাকে ধরে বেঁধে নারকেল গাছে বেঁধে রাখবেন। জল পর্যন্ত খেতে দেবেন না। চা তো দূরের কথা। সকালবেলা বিচার হবে তার। গ্রামের লোক ডেকে বলবেন তাকে ছাড়াও কি তাকে কি করা উচিত ?”

এছাড়াও তিনি বললেন যে, তারা অনেক কিছু সহ্য করেছেন। তাছাড়া তিনি পুলিশকে উদ্দেশ্য করে প্রকৃতপক্ষে টিএমসি দলের বিরুদ্ধে এক হাত নিয়ে নিলেন। তিনি বললেন যে, তাদেরই টাকা খেয়ে পুলিশ, টিএমসি ক্যাডারের মতো ব্যবহার করে চলেছে।

অবশ্য দিলীপ ঘোষের কথা শুনে তৃণমূল সাংসদ সৌগত রায় মন্তব্য করেন। চলুন তিনি কি জানালেন তার নিজের ভাষাতেই জেনে নিন।

সৌগত বাবু বললেন,”পটাশপুরে উনি ফটাশ হয়ে গিয়েছেন। ওর যে চরিত্র, ওর যে শিক্ষা সেটা পুরো এক্সপোজড হয়ে গিয়েছে। একটা মানুষ যে এত কুকথা বলতে পারে, দিলীপ ঘোষকে না শুনলে আমাদের জানা হতোনা।”

এছাড়া তিনি সরাসরি বিজেপি দলের কালচার নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন,”দিলীপ ঘোষকে না শুনলে আমাদের জানা হতোনা এরম বিজেপির কালচারটা কোন লেভেলে – সেটা আমাদের জানা হতোনা। দিলীপ ঘোষ একটা অসভ্য, অসংস্কৃত একজন মানুষ।”

এমনকি তিনি সমস্ত সভ্য রাজনীতিকদের দিলীপ ঘোষকে বর্জন করার কথা বলেন। আর পুলিশের সম্বন্ধে উনি যে কথা বলেছেন সেই পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা উচিত কাজ হবে বলে মনে করছেন সৌগত বাবু। এছাড়া তিনি পশ্চিমবঙ্গের সমস্ত দলের প্রতি বার্তা দেন যে তাদের প্রত্যেকের মিলে উচিত দিলীপ ঘোষকে বর্জন করা। এমনকি এরকম মানুষ থাকলে দেশের রাজনীতি ধ্বংস হয়ে যাবে বলে বললেন সৌগত বাবু।

BJP WB President Dilip Ghosh urges people to tie up Police workers with coconut tree if they wish to raid
“পুলিশের লোক গ্রামে রাত্রে রেড করতে এলে নারকেল গাছে বেঁধে রাখুন” – দিলীপ ঘোষ (Instagram Photo)

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।