খবরদেশসর্বশেষ

“কাপড়ের উপর দিয়ে শিশুর স্তন স্পর্শ করা যৌন নিগ্রহ নয়”- বোম্বে হাইকোর্ট – Bombay High Court Judgement on Child POCSO Act

আজকের দিনটি হয়তো সকলেই মনে রাখবে। একটি ঐতিহাসিক রায় দিল বোম্বে হাইকোর্ট। তার বেশীর ভাগটা দুর্নীতির পক্ষে, এমনটাই মনে করছেন সকলে। ত্বকের সঙ্গে স্পর্শ না করলে, যৌন নিগ্রহ ধরা হবে না। পোশাকের ওপর যদি কেউ স্তনে হাত দেয়, তাহলে সেটি আইনের আওতায় ধরা হবে না। (Bombay High Court Nagpur Bench judge Pushpa Ganediwala Judgement on POCSO Act)

নাগপুর বেঞ্চের বিচারপতি পুষ্পা গানেদিবালা রায় বলেছেন যে, কোনো নাবালিকাকে যৌননিগ্রহ করা হয়েছে, এমন যদি অভিযোগ করা হয়, তাহলে তার শারীরিক সংস্পর্শ হয়েছে কিনা সেটা আগে প্রমান করতে হবেই। জামা কাপড় খুলে না নিয়ে যদি স্তনে হাত দেওয়া হয়, তাহলে কোন ভাবে সেটি যৌননিগ্রহের আওতায় পড়বে না।

পকস র ৭ নম্বর ধারা অনুযায়ী এই রায় দেওয়া হয়েছে। ১২ বছরের একজন কিশোরীর যৌন হেনস্থা হয়েছে এমন একটি ঘটনাতে রায় দিতে গিয়ে এমন কথা বলেছেন বোম্বে হাইকোর্ট।

ঘটনাটিতে একটি মেয়েকে ঘরে নিয়ে এসে তার সঙ্গে অসভ্য আচরণ করেন একজন ব্যক্তি। তার স্তনে হাত দিয়ে পোশাক খোলার চেষ্টা করেন তিনি। কিন্তু শেষ মুহূর্তে মা চলে আসাতে মেয়েটিকে ছেড়ে পালিয়ে চলে যাবার চেষ্টা করে অভিযুক্ত। সম্পূর্ণ ঘটনাটিতে অভিযুক্ত র নামে স্থানীয় পুলিশ এফআইআর করা হয়।

অভিযুক্তকে আটক করা হয় এবং তার বিরুদ্ধে মামলা করা হয়। সেই মামলা বোম্বে হাইকোর্ট পর্যন্ত গড়ায়।তবে শেষ পর্যন্ত হাইকোর্টের রায় অনুযায়ী সেই ব্যক্তিকে বেকসুর খালাস করে দেওয়া হয়। তবে অভিযুক্ত ব্যক্তিকে ৩৫৪,৩৪২ ধারা অনুযায়ী দোষী সাব্যস্ত করা হয়েছে

এই রায় নিয়ে রীতিমতো উত্তাল হয়েছে সমস্ত সমাজ। প্রশ্ন তুলেছেন শিশু অধিকার কর্মীরা। বিচারপতিদের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন সকলে। অনেকেই বলেছেন যে, এমন ঘটনা এর আগে কখনো শোনা যায়নি।

প্রসঙ্গত উল্লেখ্য, পকসো আইনে ৭ নম্বর ধারায় বলা হয়েছে যদি কোনো শিশুর যোনি, পুরুষাঙ্গ,পায়ু অথবা স্তন স্পর্শ করে, বা শিশুটিকে স্পর্শ করাতে বাধ্য করে, কিন্তু কোন অঙ্গ প্রবেশের মতো ঘটনা না ঘটে, তাহলে তাকে যৌন নির্যাতন বলে গণ্য করা হবে না।

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।