অপরাধকলকাতাখবরসর্বশেষ

‌ সোনারপুরে ব্যবসায়ীকে কিডন্যাপ করে এক কোটি মুক্তিপণ দাবী ! জঙ্গী সন্দেহে গ্রেপ্তার ১

একেই চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে, চারিদিকে থমথমে পরিবেশ, ভোটের প্রচার চলছে পুরোদমে। এমতাবস্তায় হঠাৎই এক ব্যবসায়ীকে মুক্তিপণ চেয়ে ফোন আসে তার পরিবারের কাছে। মুক্তিপণ হিসেবে দাবি করা হয়েছে 1 কোটি টাকা। (Sonarpur Kidnap News, photos, videos : Businessman kidnapped in Sonarpur, West Bengal and 1 crore ransom demanded arresred 1)

ব্যক্তিটির নাম হাফেজ মাওলানা মোহম্মদ, তিনি একজন বাংলাদেশের ব্যবসায়ী। ইতিমধ্যে পুলিশ জঙ্গী সন্দেহে একজনকে গ্রেফতার করেছে সোনারপুর থেকে। ঘটনাটি সোনারপুরের বৈদ্যপাড়া ঘটেছে। এক সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে পুলিশের দাবি জেএমবি জঙ্গিগোষ্ঠীর সঙ্গে তার যোগ রয়েছে বলে প্রাথমিক তদন্তে তা অনুমান করা হচ্ছে। ব্যক্তিটির নাম মুক্তার হোসেন, যিনি আসামের নওগাঁ বাসিন্দা।

ইতিমধ্যেই ওই ব্যক্তির বিরুদ্ধে ৩৬৪এ ও ৫০৬ ধারায় মামলা দায়ের করা হয়েছে। তাকে বারইপুর আদালতে তোলা হবে বলে জানা গেছে। ঘটনাটি ঘটে ১৩ ই মার্চ বাংলাদেশের এক ব্যক্তি তার ভাইয়ের নিখোঁজের অভিযোগ দায়ের করেন পুলিশের কাছে। তারা পুলিশের দ্বারস্থ হন কারণ তার ভাই ৭ ই মার্চ বাড়ি থেকে শেষবারের মত বের হন ৮ই মার্চ থেকে তার পরিবারের কাছে মুক্তিপণের দাবিতে ফোন আসতে থাকে। আতঙ্কগ্রস্ত ও কিংকর্তব্যবিমূঢ় হয়ে পুলিশের দ্বারস্থ হন তার পরিবার।

আর এমনটি হয় স্বাভাবিক কারণ পরিবারের কোন লোক যদি এরকম বিপদে পড়ে স্বাভাবিকভাবেই সমস্ত পরিবারই মানসিকভাবে খুবই ভেঙে পড়ে। তবে ইতিমধ্যে পুলিশ হাফিজকে অনেক জিজ্ঞাসাবাদ করেছেন। পুঙ্খানুপুঙ্খ তথ্য তার কাছ থেকে সংগ্রহ করা হচ্ছে। কোন জঙ্গির যোগ রয়েছে কিনা এবং এছাড়াও কারা কারা যুক্ত বলে তাঁর মনে হয়।

সেই সম্পর্কে সমস্ত জিজ্ঞাসাবাদ পুলিশ ইতিমধ্যেই করেছে পুলিশ এ বিষয়টি খতিয়ে দেখছেন কারণ এরকম বহু ক্ষেত্রে জঙ্গিগোষ্ঠীর যোগ থাকে। এককথায় পুলিশ তাদের তদন্তে কোন খামতি রাখতে চাইছে না। সমস্ত দিক পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারাই তদন্ত নামতে চাইছে, যাতে প্রকৃত দোষীদের তারা খুঁজে বের করতে পারে। খুব শীঘ্রই যত অচিরেই দোষীরা শাস্তি পেতে পারে।

businessman kidnapped in sonarpur and 1 crore ransom demanded arresred 1
‌ সোনারপুরে ব্যবসায়ীকে কিডন্যাপ করে এক কোটি মুক্তিপণ দাবী ! জঙ্গী সন্দেহে গ্রেপ্তার ১