কলকাতাখবরভাইরালসর্বশেষ

গরু পাচার করে 100 কোটি টাকার সম্পত্তি বানিয়েছেন বিএসএফ সতীশ কুমার

সম্প্রতি গরু পাচার করার মামলাতে দোষী সাব্যস্ত হয়েছেন বিএসএফের এক কমান্ডার, নাম সতীশ কুমার। গরু পাচার ব্যবসার সঙ্গে তিনি খুব ভালোমতো নিযুক্ত তা প্রমাণ করেছে কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগের অধীনে থাকা আধিকারিকরা। প্রায় সাত ঘণ্টা ধরে নিজাম প্যালেসে গোয়েন্দারা সতীশ কুমারকে জেরা করেছিলেন তার পরেই তাকে গ্রেফতার করা হয়। (BSF Satish Kumar News : By helping cow smuggling BSF Commander Satish Kumar makes 100 crores rupees wealth. In 2007, Mr. Satish Kumar meets cow smuggler Enamul Seikh)

২০০৭ সালে যখন মুর্শিদাবাদের সতীশ কুমার কর্মরত অবস্থায় ছিলেন এই সময় এক গরু পাচারকারী এনামুল শেখের সঙ্গে পরিচয় হয়েছিল। তদন্ত করে সমস্ত কিছু যখন আস্তে আস্তে বেরিয়ে আসে, দেখা যায় কলকাতার সল্টলেকের সতীশ কুমারের একটি বাড়ি রয়েছে সেই সময় ওই বাড়িটি সিল করে দেয় সিবিআই এবং সেখান থেকে অনেক কাগজপত্র উদ্ধার করে। (BSF Commander Satish Kumar has a home in Salt Lake, Kolkata, West Bengal)

এরপর মঙ্গলবার নাগাদ সতীশ কুমার সিবিআই এর দপ্তরে আসে। তদন্ত করে জানা গেছে যে কলকাতা শহর দিল্লি ঝাড়খন্ড এবং অন্যান্য অনেক জায়গাতে সতীশ কুমারের অনেক সম্পত্তি রয়েছে। এখনো পর্যন্ত প্রায় ১০০ কোটি টাকার সম্পত্তির কথা জানা গেছে। তবে মনে করা হচ্ছে যে, আরও সম্পত্তি সতীশ কুমারের রয়েছে এবং সেগুলো উদ্ধারের জন্য এখনও তদন্ত চলছে।

সতীশ কুমারের কলকাতার সল্টলেকে একটি বাড়ি এবং একটি ফ্ল্যাটের খোঁজ পাওয়া গেছে। তাছাড়া খোঁজ পাওয়া গেছে গাজিয়াবাদে প্রায় তার তিনটে বাড়ি এবং আরো দু’টি ফাঁকা জায়গার। মুসৌরিতে তার হোটেল রয়েছে এবং তাছাড়াও জানা গেছে অমৃতসরে তার একটি বাড়ি ও রয়েছে শিলিগুড়ি এবং রায়পুরে ও তার অনেক জমি এবং বাড়ি সমেত সম্পত্তির খোঁজ পাওয়া গেছে। (goru pachar)

By helping cow smuggling BSF Commander Satish Kumar makes 100 crores rupees wealth
গরু পাচার করে 100 কোটি টাকার সম্পত্তি বানিয়েছেন বিএসএফ সতীশ কুমার

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।