শকিং! মৃত্যু হলো প্রাক্তন যুগ্মসচিব শরদিন্দু পালের
করোনা মহামারী যেন এক কালো ছায়ার আকারে সারা পৃথিবীকে গ্রাস করেছে। দিনে দিনে যেমন বেড়ে চলেছে করোনার সংক্রমণ সংখ্যা তেমনি ঘটছেও মৃত্যু। করোনার প্রক্কালে এক এক করে যেনো শোকের বার্তা আমাদের কাছে এসে পৌঁছাচ্ছে। (Shocking News : CAB joint secretary Saradindu Pal passes away)
প্রাক্তন যুগ্মসচিব শরদিন্দু পাল বহুদিন ধরেই ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছিলেন। ২০০৫ সাল থেকে ২০০৭ সাল টানা দুই বছর পর্যন্ত সিএবির মুখ্যসচিবের আসনে বসেছিলেন তিনি। এর পরে তিনি সিএবি ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবেও জায়গা পেয়েছিলেন।
শুধুমাত্র তিনি একজন ক্রিকেট প্রশাসক ছিলেন না সাথে একজন ফুটবল প্রশাসক ও ছিলেন দীর্ঘদিন ধরে তিনি খেলার মাঠের সঙ্গে জড়িত ছিলেন।
কিছুদিন আগে থেকেই তিনি অসুস্থতা বোধ করেন, এবং এর ফলে তার যখন করোনা টেস্ট করা হয়, তখন সেটি পজিটিভ হয়। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
হাসপাতলে কিছুদিন থাকার পর সেখানে তিনি করোনা নেগেটিভ হন এবং এরপর তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হলে তিনি করোনা জয় করে বাড়িতে ফেরেন।
কিন্তু কিছুদিন পরেই হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন এবং প্রয়াত হন। তিনি যদিও দীর্ঘদিন ধরে ব্লাড ক্যান্সার রোগে ভুগছিলেন। করোনার মতো মহামারীকে জয় করতে পারলেও অবশেষে ক্যান্সার হওয়ার জন্য তার মৃত্যু ঘটে। শরদিন্দু পালের মৃত্যুতে শোকাহত সিএবি। (Mr Saradindu defeats corona but cancer takes his precious life)
