খবরব্যবসাসর্বশেষ

অ্যামাজনের বিরুদ্ধে আইন না মেনে ব্যবসার অভিযোগ , তদন্তের দাবি সিএআইটি ব্যবসায় সংগঠনের

ইচ্ছামত দাম, এবং অন্যান্য ব্যবসায়ী সংগঠনের সঙ্গে দামের সাথে সামঞ্জস্য না রেখে জিনিসপত্র বিক্রি করছে অ্যামাজন, যার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের ছোট ছোট ব্যবসায়ী সংগঠনের। ব্যবসায়ী সংগঠন সিএআই টি এর জেনারেল সেক্রেটারি অ্যামাজনের বিরুদ্ধে অভিযোগ করে, এবং ইডি কে অ্যামাজনের বিরুদ্ধে তদন্ত করার অনুরোধ করেন। (News Business : CAIT accuses Amazon for running business without maintaining the rules and urges to investigate)

তার মতে, অ্যামাজন বিভিন্ন বেনামী বিভিন্ন ব্যবসায়ী সংস্থার মাধ্যমে বাজার দখল করছে এবং সেখানে অসাধু ব্যবসা চালাচ্ছে, যার ফলে অন্যান্য ছোট ছোট ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে ভীষণভাবে।

তিন্নির ইডি র কাছে যে পড়ে চিঠি লেখেন, সেখানে বলেন অ্যামাজন ২০১২ সাল থেকে ভারতে ব্যবসা শুরু করে, কিন্তু সেটা আইন ভেঙে। ফেমা এবং এফডিআই এর আইন গুলিতে রয়েছে দেশের ছোট ছোট ব্যবসায়ীদের যাতে কোনো সমস্যা না হয় সেই ব্যাপারে নিয়ম-নীতি মেনে ব্যবসা করার, কিন্তু সেই সমস্ত নিয়ম নীতি অ্যামাজন মানছে না।

এই নিয়ম-নীতি না মানার ফলে দেশের মধ্যে থাকা সাত কোটি ছোট ছোট ব্যবসায়ীদের আজ ক্ষতির মুখে পড়তে হচ্ছে।বড় বড় ব্যবসায়ীদের কোনরকম ক্ষতির সম্মুখিন না হতে হলেও যাদের কাছে মোটা অঙ্কের ক্যাপিটাল থাকে না, তাদের খুবই ক্ষতি হয়ে যায় এর ফলে।

এছাড়াও ক্ষতির মুখে পড়েছে সেই সমস্ত কর্মচারীরা যারা এই ছোট ছোট ব্যবসায়ীদের সঙ্গে যুক্ত আছে। কিন্তু এই অভিযোগ করার পরেও অ্যামাজন এর পক্ষ থেকে কোনরকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সিএআইটি ব্যবসায়ী সংস্থার জেনারেল সেক্রেটারি ইডির কাছে অভিযোগ করে চিঠি লিখেছেন এবং অ্যামাজনের সমস্ত তথ্য পেশ করার জন্য অনুরোধ করেছেন। অবিলম্বে অ্যামাজন এর পক্ষ থেকে কোনরকম পদক্ষেপ না নেয়া হলে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে বলে জানানো হয়েছে।

CAIT accuses Amazon for running business without maintaining the rules and urges to investigate
অ্যামাজনের বিরুদ্ধে আইন না মেনে ব্যবসার অভিযোগ , তদন্তের দাবি সিএআইটি ব্যবসায় সংগঠনের (Credit : Amazon)

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।