খবরদেশসর্বশেষ

CBI সিবিআই এর হাত থেকেই হারিয়ে গেল ১০৩ কেজি সোনা

প্রকৃতপক্ষে আমাদের ভারতবর্ষের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা হল সিবিআই বা সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। আর খোদ সিবিআই তথা সর্বোচ্চ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাত থেকেই নিখোঁজ হয়ে গেল ১০৩ কেজি সোনা। স্বাভাবিকভাবেই বিপদে পড়েছে সিবিআই। জানা গিয়েছে এই নিখোঁজ হওয়া সোনার মূল্য ৪৩ কোটি টাকা। (CBI loses 103 kg seized gold worth 43 crores in Tamil Nadu)

মূলত তামিলনাড়ুতে সিবিআইয়ের হেফাজতে ছিল এই বিপুল পরিমাণ অর্থের সোনা। আর অতিসত্বর মাদ্রাজের হাইকোর্ট তামিলনাড়ু সিআইডিকে এই পুরো ঘটনাটি ইনভেস্টিগেট করার আদেশ করেছে। তবে সিবিআই আবেদন করে যে, সিআইডি এই ব্যাপারটি নিয়ে ইনভেস্টিগেশন শুরু করলে সিবিআইয়ের বদনাম হয়ে যাবে। তবে তাদের এই আবেদনে কর্ণপাত করেনি হাইকোর্ট।

উপরন্তু আদালত থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, “এই ব্যাপারটা সিবিআই এর কাছে পুরো অগ্নিপরীক্ষার মত। কিন্তু তাদের কাছে আর কোনো রাস্তা নেই। আর ন্যায় এবং সত্যের জয় অবশ্যম্ভাবী। আর সিবিআই যদি পরিষ্কার না থাকে তাহলে এর খেসারত তাদেরকে দিতে হবে।”

চলুন এবার বলে নেই এত বিপুল পরিমাণ সোনা কোথা থেকে বাজেয়াপ্ত করা হয়েছিল ? প্রকৃতপক্ষে ২০১২ সালের দিকে এই সোনা উদ্ধার করেছিল সিবিআই। আর তারা সুরানা কর্পোরেশন লিমিটেড নামে একটি কোম্পানি থেকে ৪০০.৪৭ কেজি সোনা বাজেয়াপ্ত করে।

আর এই সোনার মধ্যে ছিল প্রকৃতপক্ষে সোনার বাট এবং গহনা। মোটের ওপর পুরো সোনা সিবিআইয়ের নিজেদের কাছে রাখার দায়িত্ব বার আসে। অপরদিকে ওই কোম্পানি অর্থাৎ সুরানা কর্পোরেশন লিমিটেডের লকার সিল করে দিয়েছিল এই তদন্তকারী অফিসাররা। সিবিআই জানিয়েছে যে, তারা ওই লকারের চাবি চেন্নাইয়ের সিবিআইয়ের স্পেশাল কোর্টে জমা রেখেছিল।

CBI loses 103 kg seized gold worth 43 crores
CBI সিবিআই এর হাত থেকেই হারিয়ে গেল ১০৩ কেজি সোনা

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।