কলকাতাখবরসর্বশেষ

কয়লা পাচার কাণ্ড নিয়ে কলকাতার পাঁচ জায়গা জুড়ে শুরু হলো তল্লাশি

কয়লা পাচার কান্ডের তদন্ত করতে সিবিআই এবার কলকাতার পাঁচটি জায়গায় চালাল তল্লাশি। সকাল থেকে কলকাতার এক ব্যবসায়ী গণেশ বাগারিয়ার বাড়ি এবং দপ্তর তল্লাশি করা হচ্ছে তার সাথে আরও পাঁচটি জায়গাতে তল্লাশি চালানো হচ্ছে। (CBI starts to search in 5 places of Kolkata due to illegal coal trafficking and tries to hold Anup Majhi Lala)

সিবিআই সূত্রে খবর পাওয়া গেছে যে, কয়লা ব্যবসায়ী অনুপ মাঝি ওরফে লালা তার কালো টাকার ব্যবসা করতেন, এবং সেই টাকা কলকাতার বাজারে খাটাতো ব্যবসায়ী গণেশ বাগারিয়া। হাইকোর্টের পক্ষ থেকে যখন প্রথম কয়লা পাচার কান্ডের অভিযানের তদন্ত চালানো হয় সেই ব্যবসায়ী তখন দুবাই পালিয়ে যায়।

তাকে জিজ্ঞাসাবাদের জন্য যখন হাইকোর্ট থেকে আসার নির্দেশ দেওয়া হয় তখন তিনি আসেননি। এরপরই আজকে সকাল থেকে গণেশ বাদারিয়া নামক সেই ব্যবসায়ীর বাড়ি দপ্তর সহ আরও পাঁচটি জায়গাতে তল্লাশি চালানো হচ্ছে। জানা গেছে সিবিআইয়ের প্রায় ৩০ থেকে ৪০ জন আধিকারিক এই তদন্তে নেমেছে।

সিবিআই অফিসাররা জানান যে, অনুপ মাঝি ওরফে লালার এই সমস্ত কালো টাকা কলকাতার বাজারে এই গণেশ বাদারিয়া নামক ব্যবসায়ী খাটাতেন। সিবিআই অফিসার এর মনে করছেন যে, গণেশ বাদারিয়াকে জিজ্ঞাসাবাদ করলে পরেই জানা যাবে কয়লা পাচারকাণ্ডের কালো টাকাগুলি সমাজের কোন কোন প্রভাবশালী ব্যক্তিদের কাছে রয়েছে। (Ganesh Badaria)

আপাতত সিবিআই সেই সমস্ত ব্যক্তিদের সম্পর্কে জানার জন্যই তদন্ত চালাচ্ছে। খবর সূত্রে জানা গেছে যে, যখন আয়কর দপ্তর কয়লা পাচারকারী কাণ্ডের তল্লাশি শুরু করে সেই সময়ে দুবাইয়ে পালিয়ে গিয়েছিল সেই কয়লা ব্যবসায়ী।

CBI starts to seach in 5 places of Kolkata due to illegal coal trafficking and tries to hold Anup Majhi Lala
কয়লা পাচার কাণ্ড নিয়ে কলকাতার পাঁচ জায়গা জুড়ে শুরু হলো তল্লাশি

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।