বিনোদনসর্বশেষ

সুশান্তের মৃত্যু তদন্তভার অবশেষে সিবিআই-এর হাতে

অবশেষে বহু জল্পনার অবসান ঘটিয়ে বিহার সরকার এর আবেদন মেনে নিল কেন্দ্রীয় সরকার। সুশান্ত মৃত্যুরহ‍স‍্যের তদন্তভার নিতে চলেছে এবার সিবিআই। সম্প্রতি এরকমই ইতিবাচক মনোভাব দেখানো হয়েছে বলে সুপ্রিম কোর্টে জানানো হয় সলিসিটর জেনারেল তুষার মেহতার পক্ষ থেকে।

অন‍্যদিকে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্ত প্রক্রিয়া যাতে বিহারে না হয়ে মুম্বাইয়ে হয়, শীর্ষ আদালতে সেই আবেদন জানানো হয়েছে রিয়া চক্রবর্তীর পক্ষ থেকে। আজ সেই আবেদন শোনা হবে বলে আদালতে তরফে জানানো হয়।

বিহার সরকারের পক্ষ থেকে নীতিশ কুমার সুশান্তের মৃত্যু তদন্তভার যাতে সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয় সেই সুপারিশ করেছিলেন। সিবিআইয়ের তদন্তভার নেওয়ার পর থেকেই খুশির আবহ দেখা দিয়েছে সুশান্তের অনুরাগীদের মধ‍্যে। এরমধ‍্যে অধিকাংশ‌ই দাবি তুলেছেন নিরপেক্ষ তদন্তের এবং আশা রাখছেন সুশান্ত এবং তার পরিবারের সুবিচারপ্রাপ্তির।

এর পাশাপাশি কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে সুশান্তের মৃতদেহ বহনকারী অ্যাম্বুলেন্সচালকের তরফ থেকে। একটি সংবাদ মাধ্যমের সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি জানান, সুশান্তের মৃত্যুর পর তার মৃতদেহ নিয়ে আসার পর থেকেই তিনি হুমকির ফোন পাচ্ছেন। একটি আন্তর্জাতিক নম্বর থেকে ক্রমাগত হুমকির ফোন পেতে শুরু করেন তিনি। কে বা কারা তাকে হুমকির ফোন করে যাচ্ছেন, সে বিষয়ে তিনি কিছু জানেন না। কিন্তু সেই ফোন পাওয়ার থেকেই যথেষ্ট আশঙ্কায় রয়েছেন তিনি।

ইতিমধ্যেই সূত্রের খবর সুশান্ত সিংহ রাজপুতের বাবা কৃষ্ণ কিশোর সিংহের তরফে রিয়া চক্রবর্তীর বিরুদ্ধেই ১৬ দফা অভিযোগ দায়ের করা হয়েছে। সিবিআই-এর তরফে সুশান্ত মৃত্যু তদন্তভার নেওয়ার পর আরো কি কি চাঞ্চল্যকর তথ্য উঠে আসে, তার অপেক্ষায় সুশান্তের পরিবার এবং সুশান্তের অনুরাগীরা।