কর্মসংস্থানসর্বশেষ

পুজোর আগে হবে না কোন নেট পরীক্ষা, ঘোষণা কেন্দ্রের

সেপ্টেম্বর মাসে কেন্দ্র ঘোষণা করেছিলেন যে, অক্টোবরের মধ্যেই প্রতিটি রাজ্যে নেট পরীক্ষা নিয়ে নিতে হবে। এই ঘোষণার পর স্বাভাবিকভাবেই উত্তাল হয়েছিল রাজনীতি মহল থেকে শুরু করে ছাত্রছাত্রীদের অভিভাবকগণ। সকলেরই একটা মত ছিল,বর্তমান পরিস্থিতির মধ্যে কিভাবে ছাত্রছাত্রীরা এক স্থান থেকে অন্য স্থানে গিয়ে পরীক্ষা দেবে?

ugc net candidates
নেট পরীক্ষার্থীগণ (ফটো ক্রেডিট: গুগোল)

ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রের কাছে অনুরোধ করেছিলেন যে যাতে পুজোর আগে কোনভাবে পরীক্ষার ব্যবস্থা না করা হয় প্রত্যেক রাজ্যের মুখ্যমন্ত্রীদের অনুরোধ রেখে আপাতত কেন্দ্র ঘোষণা করল যে, আগামী ২১,২২,২৩ অক্টোবর হচ্ছে না নেট পরীক্ষা (Centre announces that UGC NET exam will not be held before puja)। তৃণমূল সাংসদ দীনেশ ত্রিবেদীকে এ কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

প্রসঙ্গত উল্লেখ্য, দুর্গা পুজোর আগে পরীক্ষার দিন ঘোষণা হওয়ার জন্য সরব হয়েছিল তৃণমূল নেত্রীসহ অন্যান্য সংসদগণ। দিনবদলের দাবি তুলে সংসদে সরব হয়েছিলেন তৃণমূল সাংসদগণ। প্রতিটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের আবেদনে অবশেষে নিট পরীক্ষা পুজোর পরে হবে বলেই ঘোষণা করেছে কেন্দ্র।

কেন্দ্রের এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই খুশি ছাত্র-ছাত্রীসহ তাদের অভিভাবকেরা।পরিবহন ব্যবস্থা হতে থাকার কারণে এই সময়ে এক এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া ছাত্র-ছাত্রীদের পক্ষে প্রায় অসম্ভব। তবে যদি অক্টোবর মাসে নেট পরীক্ষা হতো, তাহলে সরকারসহ কিছু মানুষ ছাত্র-ছাত্রীদের সাহায্যের জন্য এগিয়ে এসেছিলেন। যেমন সনু সুদ,অভিনেতা দেব ঘোষণা করেছিলেন যে সমস্ত ছাত্র-ছাত্রীদের সুরক্ষিতভাবে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেবেন। ইতিমধ্যেই উড়িষ্যা সরকার সমস্ত ছাত্র-ছাত্রীদের খাওয়া এবং থাকার ব্যবস্থার ভার বহন করবেন বলে কথা দিয়েছিলেন।

প্রিয় পাঠকেরা, এই খবরটা সর্বপ্রথম ৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েব পোর্টালে পাবলিশ করা হয়েছে। কর্মসংস্থান সংক্রান্ত সমস্ত রকম খবর সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইটটি বুকমার্ক করে রাখুন। ধন্যবাদ।

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।