ক্রিকেটখবরখেলাসর্বশেষ

এবার হতে পারে পুরনো খেলোয়ারা বাদ 2021 এর আইপিএল থেকে।

IPL : করোনা আবহের মধ্যেও শেষ পর্যন্ত ক্রিকেট প্রেমীদের জন্য চলে এসেছিল ২০২০ সালের আইপিএলের খবর। দেখতে দেখতে আইপিএল শেষ হয়ে গেল। চেন্নাই সুপার কিংস তাদের আইপিএলের অভিযান শেষ করলো। (Some changes may happen in IPL – Indian Premier League 2021, especially in CSK team)

চেন্নাই সুপার কিংসের ত্রয়োদশ সংস্করণ বেশ বাজে ভাবে গেছে বলে জানিয়েছেন ধোনি। ব্যাটিং-বোলিং সমস্ত কিছুতেই চূড়ান্ত ব্যর্থতা অর্জন করেছিলেন।

সাধারণভাবে সুরেশ রায়নার আইপিএলে অনুপস্থিতির কারণে তার জায়গাটা সকলেই বুঝতে পেরেছিল, তাছাড়াও ডোয়েন ব্র্যাভো প্রভৃতি তারকার ভালো মতো পারফর্মেন্স করলেও এই পর্যায়ে কোনরকম ভালো পারফর্মেন্স তারা করতে পারেনি। চেন্নাই সুপার কিংসের অধিনায়ক নিজেও ব্যাট করে সফলতা অর্জন করতে পারেনি।

এই সফলতা অর্জন করতে না পারার কারণে তারা প্লে-অফে তাদের যেতে পারেনি। শেষের চারটি ম্যাচ ভালোমতোই তারা খেলেছিলেন কিন্তু তাতেও প্লে-অফে তাদের কোন জায়গা।

টুর্নামেন্ট শেষ হয়ে যাওয়ার পর চেন্নাই সুপার কিংস এর টিম ভবিষ্যতে কিভাবে খেলবেন এবং কারা খেলবেন সে বিষয়ে মন্তব্য করেন স্বয়ং চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। (CSK- Chennai Super Kings Captain MS Dhoni)

তিনি মন্তব্য করেন, “এই টুর্নামেন্টটা আমাদের কাছে ভীষণ কঠিন ছিল আমাদের সকল শক্তি দিয়েও আমরা এটাকে খেলতে পারিনি, খেলার সময় আমরা নানা জায়গায় অনেক ভুল করেছি, যার জন্য তার ফল আমাদের পেতে হয়েছে। তাও শেষে চারটি ম্যাচ আমরা যথাযথ ভাবে চেষ্টা করেছি এবং আমাদের টিমের সদস্যদের জন্য শেষটা আমাদের জন্য ভাল হয়েছে।”

তিনি আরও বলেন,’তবে বিসিসিআই যখন পরবর্তী খেলার জন্য ঘোষণা করবে, তখন আমাদের এই দলের কিছু মেম্বার অবশ্যই পরিবর্তিত হওয়া প্রয়োজন এবং এই দলের দায়িত্ব দেওয়া উচিত নতুন প্রজন্মকে’।

changes in ipl 2021 teams news
এবার হতে পারে পুরনো খেলোয়ারা বাদ 2021 এর আইপিএল থেকে।

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।