খবররাজনীতিরাজ্যসর্বশেষ

স্বামীর গ্রেফতারে শুভেন্দুর ওপর অভিযোগের তীর ছুঁড়লেন ছত্রধর মাহাতোর স্ত্রী

ছত্রধর মাহাতোকে কিছুদিন আগেই গ্রেপ্তার করা হয়েছে এবং এই গ্রেপ্তার করার জন্য এইবার ছত্রধর মাহাতোর স্ত্রী অভিযোগের তির ছুড়েছেন শুভেন্দু অধিকারী দিকে। শুভেন্দু অধিকারী ছত্রধর মাহাতো কে যে গ্রেপ্তার করিয়েছেন সেটাই করলেন ছত্রধরের স্ত্রী। তিনি আরো বললেন যে জেরার নাম করে তার স্বামীর ওপরে নানানভাবে রাজনৈতিক চাপ করা হচ্ছিল। (West Bengal Assembly Election 2021: Chhatradhar Mahato wife Niyoti accuses TMC left BJP leader Suvendu Adhikari for arrest of her swami)

তিনি আরো বলেন যে, ছত্রধরকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে তার পিছনে তৃণমূলও কোন ভূমিকাই পালন করেননি। লালগড়ের আমলিয়ারে সোমবার দিন দেখা গেল যে ছত্রধরের যে পুরনো মাটির বাড়িটি রয়েছে সেটির দরজা বন্ধ রয়েছে, ঠিক বেলা যখন বারোটা বাজে সেই সময়ে ছত্রধর মাহাতোর স্ত্রী নিয়তি দরজাটা খুলেন বসে থেকে তিনি বললেন যে, জঙ্গলমহলের ভোট শেষ হবে তারপর এই কথা ছিল তার স্বামী প্রচারের জন্য বেরোবেন নন্দীগ্রামে। তিনি যাতে প্রচারের না বের হতে পারেন এই জন্যেই পরিকল্পনা গড়ে শুভেন্দু অধিকারী তাকে গ্রেপ্তার করিয়েছে।

শনিবার দিন আমলিয়ার বাড়ি থেকে গ্রেফতার করা হয় ছত্রধরকে। বলা হয় যে ছত্রধর সেই সময় যে রকম অবস্থা তেই ছিল সেই রকম ভাবে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। ছত্রধরের স্ত্রী আরো বলেন যে, কোন কিছু জানানো হয়নি আগে থেকে লালগড়ের থানার পুলিশকে। দিল্লি থেকে সমস্ত অফিসার এসে ধরে নিয়ে যায় তার স্বামীকে।

কোনো অ্যারেস্ট ওয়ারান্ট তারা দেখাননি, কি কারনে তার স্বামীকে তারা ধরে নিয়ে যাচ্ছে সে ব্যাপারেও কিছু বলেনি তারা। ছত্রধরের আইনজীবী বলেছেন যেই সমস্ত বিষয়ের ওপর ভিত্তি করে থানায় একটি অভিযোগ জমা করা হয়েছে। এই সমস্ত ঘটনায় যে রাজনৈতিক চক্রান্ত চলছে সেটাই মনে করছেন অনেকে।

প্রায় পাঁচ বার ছত্রধর কে জিজ্ঞাসাবাদ করা হয় কিন্তু ছত্রধর দাবি করেছিল যে, সমস্ত প্রশ্নই তাকে রাজনীতির ব্যাপারে করা হতো। বিজেপি করার কথা তাঁকে বলা হতো যে বিজেপি করতে। এনআইএর অফিসাররা বলেন যে,লালগড়ের যে বিজেপির যে সভা হয়েছিল সেখানে লোক হয়নি শুধুমাত্র ছত্রধরের জন্য।

তবে একদিকে ছত্রধরের স্ত্রী নিয়তির যেমন কনো খোঁজ নেয়নি বিজেপি, তাদের নিজের দল তৃণমূলের লোকও। যদিও এ প্রসঙ্গে ঝাড়গ্রাম এর জেলা তৃণমূলের প্রধান মুখপাত্র সুব্রত সাহা একথা বলেন যে, ভোটের জন্য সময় পাওয়া হয়নি তবে সময় পেলেই খোঁজ নিতে তিনি অবশ্যই যাবেন।

chhatradhar mahato wife niyoti accuses suvendu adhikari for arrest of her swami
স্বামীর গ্রেফতারে শুভেন্দুর ওপর অভিযোগের তীর ছুঁড়লেন ছত্রধর মাহাতোর স্ত্রী