খবরদেশসর্বশেষ

নতুন রেললাইন তৈরি করছে চীন, নয়া রেল প্রকল্প তৈরি হচ্ছে

নতুন করে রেললাইন পাতার পরিকল্পনা করছে চীন এইবার অরুণাচল প্রদেশের একদম পাস দিয়ে তৈরি হবে নতুন রেললাইন। এই রেললাইন তৈরি করা হবে তিব্বত পর্যন্ত। তিব্বতের কাছে লিনঝির, সিচুয়ান তিব্বত রেল প্রকল্পের কাজ খুব তাড়াতাড়ি শুরু হবে। (China is building new railways, new rail projects are being built. China wishes to construct a rail line along Arunachal Pradesh. New train line in Linjer, Tibet : Sichuan, Tibet )

রেল প্রকল্প তৈরি করার সঙ্গে সঙ্গে রেল সংস্থা ঘোষণা করেন , সুড়ঙ্গ তৈরি এবং সেতুর নির্মাণ এর কথা।

এছাড়া ঘোষণা করা হয় বিদ্যুৎ সরবরাহের কাজের ব্যাপারে। চীন খুব তাড়াতাড়ি , তিব্বত পর্যন্ত যাওয়ার নতুন রেল প্রকল্প সংক্রান্ত কাজগুলো শুরু করতে চলেছে সেটা বুঝতে বাকি নেই আর।

সিচুয়ান থেকে তিব্বত পর্যন্ত একটি রেল লাইন তৈরি করা হয়েছিল এবং এটি হচ্ছে দ্বিতীয় রেল লাইন তৈরি করার প্রকল্প। এর আগে চীন তৈরি করেছিল কিংঘাই থেকে তিব্বত পর্যন্ত রেললাইন।

এবার তৈরি করা হচ্ছে তিব্বত পর্যন্ত আরেকটি নতুন রেল প্রকল্প এবং এই রেল প্রকল্পটি যাবে চেংডু থেকে তিব্বতের মালভূমির ভিতর দিয়ে।

চেংডু তথা সিচুয়ান প্রদেশের রাজধানীতে এই নতুন রেল প্রকল্পের কাজ শুরু হবে।এই নতুন রেল প্রকল্পটি তৈরি হওয়ার ফলে চেংডু থেকে তিব্বতের লাসা পর্যন্ত আসতে সময় লাগবে ১৩ ঘণ্টা।

লাইন দিয়ে ট্রেন চলাচল করলে ১০০ থেকে ২০০ কিলোমিটার বেগে ট্রেনটি চলবে। (Chin notun rail line banabe arunachal pradesh er kach dia)

China is building new railways, new rail projects are being built
নতুন রেললাইন তৈরি করছে চীন, নয়া রেল প্রকল্প তৈরি হচ্ছে

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।