দেশবিদেশরাজনীতিসর্বশেষ

লাদাখ সীমান্তে রাস্তা নির্মাণের কাজ অবিলম্বে বন্ধ করার হুঁশিয়ারি দিল চীন

চলতি বছরে একে মহামারী, অন্যদিকে লাদাখ সীমান্তে ক্রমাগত চীন এবং ভারতের মধ্যে ক্ষোভ, এই দুই মিলিয়ে ভারতের অবস্থা খুবই বেসামাল। এর মধ্যেই লাদাখ সীমান্তে ভারত বর্ষ রাস্তা তৈরি করতে শুরু করেছিল। কিন্তু এই রাস্তা নির্মাণ কাজ অবিলম্বে বন্ধ করার জন্য ভারতবর্ষে হুঁশিয়ারি দিল চীন। জম্মু এবং কাশ্মীর বিভক্ত করে লাদাখ তৈরি হয়েছে,তাই সেখানে রাস্তা তৈরি করা বেআইনি বলে গণ্য করেছে চীন।

এ প্রসঙ্গে চীনের বিদেশমন্ত্রক বলেন যে, দুই দেশের এমন কিছু করা এই মুহূর্তে উচিত নয় যাতে সীমান্তের পরিস্থিতি আরো বেশী উত্তপ্ত হয়ে ওঠে। এদিকে কিন্তু চীন সীমান্তে রাস্তা তৈরি করতে শুরু করে দিয়েছে, কিন্তু সেই প্রসঙ্গ সম্পূর্ণ উপেক্ষা করে দিয়ে ভারতবর্ষকে অবিলম্বে রাস্তা তৈরি করার কাজ বন্ধ করতে বলেছে (India Vs China News: China alerts India to postpone road construction on Ladakh border immediately)।

প্রসঙ্গত গত বছরের আগস্ট মাসে ৩৭০ ধারা অবলুপ্তির করার পর জম্মু এবং কাশ্মীর কে দুই ভাগে ভাগ করা হয়েছিল। লাদাখকে পাকিস্তান এবং ভারতবর্ষের মধ্যে ভাগ করেছিল। তখনো তার বিরোধিতা করেছিল ড্রাগনের দেশ। আগামী সপ্তাহে জাপানে ভারত বর্ষ, অস্ট্রেলিয়া, আমেরিকা এবং জাপানের কিছু পদস্থ কর্তারা বৈঠক করবেন। এই বিষয়ে আপত্তি জানাতে পিছপা হয়নি চীন। তারা বৈঠকে সামিল হবার জন্য খুব একটা আগ্রহ প্রকাশ করেনি। এই ঘটনা থেকে স্পষ্ট যে, ভারত এবং চীন সীমান্তের উত্তপ্ততা কোনোভাবেই কম করতে নারাজ বেজিং। কোন না কোনভাবে ভারতবর্ষকে দোষারোপ করার সুযোগ ছাড়তে চাইছে না ড্রাগনের দেশ।

China warns to halt road construction on Ladakh border
China warns to halt road construction on Ladakh border (Credit: Twitter)

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।