খবরটেকনোলজিবিদেশসর্বশেষ

এইবার চাঁদের মাটি সহ পাথর এবং অন্যান্য জিনিস জোগাড় করতে লেগে পড়েছে মহাকাশে চিনের রোবট

এইবার চিন থেকে মহাকাশে পাঠানো হচ্ছে রোবটিক্স, এই রোবটিক্স এইবার চাঁদ থেকে সংগ্রহ করবে বিভিন্ন মাটি পাথর নুড়ি এবং অন্যান্য জিনিস। এই যানটির নাম হল চ‍্যাংয়ে-৫। জানা গেছে যে, এই চন্দ্রযান টি এমন নাম রাখার কারণ হল চীনের প্রথম চন্দ্রদেবী, যার নাম অনুসারেই এই চন্দ্রযানটির নাম এমন রাখা হয়। (Chinese spaceship Chang yang starts the mission moon)

এই চন্দ্রযান মঙ্গলবার ভোর সাড়ে চারটের সময় উৎক্ষেপণ করা হয়েছে। ওয়েন চ‍্যাং নামের স্পেস লঞ্চ সেন্টারে থেকে।

লঞ্চের কমান্ডারের থেকে জানা গিয়েছে যে, এই চন্দ্রযান টি সফলভাবে উৎক্ষেপণ হয়ছে। এই চন্দ্রযানটির ওজন প্রায় ৮২০০ কেজি। এই চন্দ্রযানটি তে রয়েছে দুটি যান একটি হলো ল্যান্ডার এবং অপরটি হল অ্যাসেন্ডার।

কয়দিন অর্থাৎ ধরা হয়েছে প্রায় ৮ দিনের মাথায় গিয়ে এই চন্দ্রযানটি চাঁদে গিয়ে পৌঁছবে এবং যদি এই সমস্ত কিছু ঠিক হয় তবে ল্যান্ডারের রোবটিক হাত রয়েছে এবং সেই হাত দিয়েই চাঁদে থেকে নুড়ি পাথর সংগ্রহ করে পৃথিবীতে পৌঁছাতে পারবে।

আশা করা যাচ্ছে যে, যদি এই চন্দ্রযান টি সঠিক ভাবে কাজ করে তবে এটি হবে পৃথিবীর তৃতীয় দেশ যে চাঁদ সংক্রান্ত নমুনা সংগ্রহ করতে পেরেছে। আশা করা যাচ্ছে যে সঠিক মত কাজ করে ২৩ দিনের মধ্যে আবার এই চন্দ্রযানটি চাঁদের নমুনা সংগ্রহ করে পৃথিবীতে ফিরে আসবে।

Chinese spaceship Chang yang starts the mission moon
এইবার চাঁদের মাটি সহ পাথর এবং অন্যান্য জিনিস জোগাড় করতে লেগে পড়েছে মহাকাশে চিনের রোবট (Credit : Twitter)

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।