কলকাতাখবররাজ্যসর্বশেষ

আগামীকাল মুখ্যমন্ত্রী উদ্বোধন করতে চলেছেন জয় হিন্দ সেতু। সমস্ত অপেক্ষার অবসান

এইবারে অবশেষে চালু হতে চলেছে মাঝেরহাট সেতু। আগের সপ্তাহে এই রেল কর্তৃপক্ষ তরফ থেকে সেতু সংক্রান্ত ফিট সার্টিফিকেট জমা দেওয়া হয়েছে রাজ্যের পূর্ত দফতরের কাছে। এই সেতুটির নতুন নাম করা হয়েছে জয় হিন্দ ব্রিজ। সেফটি সার্টিফিকেট প্রদান করার কিছুক্ষণ পরেই এই সেতু চালু করার ছাড়পত্র দেয় রাজ্যের পূর্ত দফতর। (CM Mamata Banerjee will inaugurate Jai Hind Setu aka Majerhat Bridge)

২০১৮ সাল নাগাদ সেপ্টেম্বর ১৪ তারিখে এই মাঝেরহাটের ব্রিজ ভয়ঙ্কর ভাবে ভেঙে পড়েছিল, এই সেতুটি দাঁড়িয়ে আছে সম্পূর্ণভাবে কেবলের উপর নির্ভর করে। আগের সপ্তাহেই মাজেরহাট ব্রিজ চালু করা নিয়ে আন্দোলন করেছিল বিজেপিরা।

মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে জানানো হয় যে ,রেল ব্যবস্থার সমস্যার জন্যই এই সেতুটির উদ্বোধন করতে দেরি হচ্ছে। অন্যদিকে রেলের তরফ থেকে জানানো হয়েছে যে, ফিট সার্টিফিকেট জমা না হওয়ার কারণেই সেতু উদ্বোধন করা এখনো পর্যন্ত সম্ভব হয়ে উঠছে না।

সূত্রের খবর থেকে জানা যায় যে, নবান্ন থেকে এই সেতুটি সম্পর্কিত ফিট সার্টিফিকেট পাঠানো হয়েছিল এবং সেই সার্টিফিকেট পেয়ে সেতু চালু করার অনুমোদন পাওয়া গেছে। এছাড়া সেই সেতুটি কতটা ওজন সহ্য করতে পারবে সে ব্যাপারেও পরীক্ষা করা হয়েছে।

সেতু কাঁপে কিনা সেই বিষয়ে পরীক্ষা করতে গিয়ে, বেশি ওজনের গাড়িগুলোকে ওই সেতুর উপর দিয়ে চালানো হয়েছে এবং সেতুর বিভিন্ন জায়গায় দাঁড় করানো হয়েছে।

অবশেষে সেতু সম্পর্কিত সমস্ত পরীক্ষার অবসান ঘটেছে। রেলের তরফ থেকেও দেওয়া হয়েছে সেতু উদ্বোধন করার অনুমতি। এখন শুধু অপেক্ষা করার সময় সেতুটির উদ্বোধন হওয়ার। যাত্রীদের অপেক্ষার হতে চলেছে অবসান।

CM Mamata Banerjee will inaugurate Jai Hind Setu aka Majerhat Bridge
আগামীকাল মুখ্যমন্ত্রী উদ্বোধন করতে চলেছেন জয় হিন্দ সেতু। সমস্ত অপেক্ষার অবসান

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।