খবরসর্বশেষ

প্যান্টের ভিতরে গোখরো সাপ! জীবনের মায়ায় ৭ ঘণ্টা ঠায় দাঁড়িয়ে যুবক

একনজরে
১.প্যান্টের ভিতরেই ঢুকে গেল গোখরো সাপ
২. জীবনের মায়াতে ৭ ঘন্টা ঠায় দাঁড়িয়ে রইলেন যুবক
৩. উত্তরপ্রদেশের মির্জাপুর এর ঘটনা

বিস্তারিত
সোশ্যাল মিডিয়ার দৌলতে আমরা প্রতিনিয়ত বিভিন্ন রকম ঘটনার ছবি অথবা ভিডিও খুব সহজেই দেখতে পাই। আর এভাবেই আমাদের হতাশার সময় গুলো খুব ভালোভাবে কেটে যায়। আমরা আনন্দ লাভ করে থাকি এসব কিছু দেখে।

তবে কোনো কোনো ক্ষেত্রে আবার এই ছবি বা ভিডিওগুলি দেখার পর গায়ের লোম খাড়া হয়ে যায়। রিসেন্টলি এ ধরনের একটি ব্যাপারের ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেল। ভিডিওতে দেখা গেল যে একটা ছেলের জিন্সের প্যান্টের মধ্যে গোখরো সাপ ঢুকে গেছে (Cobra Snake Crawls into a Man’s Jeans)। ফলে সে প্রাণের ভীতিতে দেওয়াল ধরে দাঁড়িয়ে পড়েছে।

অবাক করা এই ধরনের ব্যাপার-স্যাপার দেখে ভয়ে লোকজনের প্রাণ ওষ্ঠাগত হয়ে গেছে। তাছাড়া অনেকে আবার হেসে ফেলেছেন (People finds it Funny) এই ভিডিও দেখে। পুরো ব্যাপারটি হয়ে গেছে উত্তরপ্রদেশের মির্জাপুর নামক এলাকায়।

লোকাল খবর অনুসারে, কয়েকদিন আগে উত্তর প্রদেশের মির্জাপুর জেলার সিকান্দারপুর নামক গ্রামে বিদ্যুতের খুঁটি ও তার লাগানোর জন্য কিছু লেবার বাইরে থেকে কাজ করতে এসেছিলেন। আর ওই দলেরই একজন কর্মী ছিলেন লবকেশ কুমার। তিনি রাত্রে খাওয়া-দাওয়া সেরে ফেলেন। এরপর ঘুমাতে চলে গেল।

ঘুমের ঘোরে হঠাৎ তার মনে হয় প্যান্টের ভেতরে কিছু একটা ঢুকে গেছে। নাড়াচাড়া করে চলেছে। প্রথমদিকে ব্যাপারটি মাথায় না ঢুকলেও পরে প্যান্টের মধ্যে যা দেখতে পান তাতে তার অবস্থা সঙ্গীন হয়ে যায়। তিনি দেখতে পান প্যান্টের ভিতরে রয়েছে আস্ত একটা গোখরো সাপ। আর সাথে সাথেই দাঁড়িয়ে পড়েন। আর সামনে থাকা একটি ওয়ালে হাত ঠেকিয়ে দেন। এরপর ধীরে ধীরে আসে পাশে ঘুমিয়ে থাকা শ্রমিকদের ডেকে তুলতে থাকেন। আর ঘটনাটি সবাইকে জানিয়ে দেন।

পুরো ব্যাপারটা জানার পর তার বন্ধুরাও ভয় পেয়ে যান। প্রাণের মায়ায় দেওয়াল ধরে দাঁড়িয়ে গোটা রাতটাই কাটিয়ে দেন। তিনি তিনি চাইছিলেন যত তাড়াতাড়ি খুশি সাপটি তার প্যান্ট থেকে বেরিয়ে যাক। এই পথ ভিন্ন তার মৃত্যু অনিবার্য ছিল। ভোরের দিকে গ্রামবাসী ও প্রশাসনের কর্মকর্তাদের কাছে খবর চলে যায়। তারা প্রত্যেকে সাহায্যের জন্য এগিয়ে আসেন। তারপর একজন সাপুড়ে কে ডাকা হয়। তিনি অদ্ভুত দক্ষতায় লবকেশের প্যান্ট কেটে দিয়ে গোখরোটিকে বের করে দেন। যুবকটি প্রাণ ফিরে পান।

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।