আবহাওয়াকলকাতাখবরসর্বশেষ

কলকাতায় এসিডের প্রভাবে বেশকিছু জেলায় হলো শৈত্যপ্রবাহ

প্রথমদিকে শীতের প্রকোপ অতটা বেশি না থাকলেও আস্তে আস্তে দিন যত যাচ্ছে শীতের প্রকোপও যেন ততই বাড়ছে, অন্যদিকে উত্তরে হাওয়া প্রবেশের পর পরই যেন কলকাতা সহ সমস্থ জেলাতেই একদম জাঁকিয়ে বসেছে শীতে। শীতের দ্বিতীয় ইনিংসে মধ্যে তিন দিন ধরে টানা আবহাওয়া পরিমাণে একই রয়েছে। তিন দিন ধরে ১১ ডিগ্রিতে ঘোরাফেরা করছে শীত। (Weather Update : Cold wave in Kolkata due to presence of acid in the air)

নতুন বছর সম্মুখে এই যথেষ্ট শীতের প্রকোপ দেখা যাচ্ছে। তবে এই শীত কতদিন থাকবে রাজ্যে সেটাই এখন প্রশ্ন। তবে আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে এইরকম শীত এখনও পর্যন্ত বেশ কিছুদিন থাকবে। আজকে কলকাতায় পারদ নেমেছে ১১.৭ ডিগ্রি। স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম রয়েছে।

শুধু মাত্র কলকাতাতেই যে এরকম আবহাওয়া তা নয়। শহরতলীর বিভিন্ন জায়গাতে পারদ নেমেছে ১০ ডিগ্রিতে ও। দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলাতেও ১০ ডিগ্রির থেকেও কম । বিভিন্ন জেলার তাপমাত্রা স্বাভাবিকের থেকে প্রায় ২ থেকে ৩ ডিগ্রি কম রয়েছে বলে জানান। আপাতত আগামী দিনে এই রকম তাপমাত্রার কোন রকম হেরফের হবে না বলেই জানা গেছে।

প্রত্যেক বছরই এমন হয় প্রথম দিকে শীত হলেও আস্তে আস্তে শীতের পরিমাণ কমতে থাকে এবং বড়দিনের পর শীতের পরিমাণ কিছুটা হলেও কমে যাবে। কিন্তু এবছর দেখা যাচ্ছে দিন যত যাচ্ছে শীতের পরিমাণ ততোই বাড়ছে বড়দিনের পরেও শীতের পরিমাণ একেবারেই কিছু কমেনি।

এখন যেরকম পরিস্থিতি রয়েছে তাতে মনে করা হচ্ছে যে নতুন বছর পড়ার সময়ও যথেষ্ট আবহাওয়া স্বাভাবিকের থেকে নিচে থাকবে। জানা গেছে যে ৩১ শে ডিসেম্বর এবং ১ জানুয়ারি রাজ্যের বেশকিছু জেলাতে শৈতপ্রবাহ হতে পারে। আপাতত আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানা গেছে যে বেশ কিছুদিন এখনো এরকম জাঁকিয়ে শীত এর প্রভাব বর্তমান হতে চলেছে।

Cold wave in Kolkata due to presence of acid in the air
কলকাতায় এসিডের প্রভাবে বেশকিছু জেলায় হলো শৈত্যপ্রবাহ

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।