বিনোদনভাইরালসর্বশেষ

জেনে নিন ঠিক কোন শর্তে মুক্তি পেলেন রিয়া চক্রবর্তী

প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত এর মৃত্যু কান্ড কে ঘিরে তদন্তে নেমেছিল সিবিআই (CBI in Sushant Singh Rajput death case)। পাশাপাশি বলিউডের মাদক পাচারের ব্যাপারে তদন্তে নেমে এনসিবি চলতি বছরের সেপ্টেম্বরের প্রথম থেকেই রিয়া চক্রবর্তী ও তার ভাই সৌভিক কে গ্রেপ্তার করেছিল। জানা গিয়েছিল এনসিবির কাছে সমস্ত তথ্য প্রমাণ আছে যে শৌভিক ও রিয়া মাদক পাচারের সাথে পড়ো প্রত্যক্ষভাবে জড়িত, এই বিষয়ে। রিয়ার আইনজীবী একাধিকবার জামিনের জন্য আরজি করেছিল আদালতকে কিন্তু প্রতিবারই তা খারিজ হয়ে যেতে দেখা যাচ্ছে।

তবে অবশেষে মিলল জামিন। দীর্ঘ ২৮ দিন জেল হেফাজতে থাকার পর অবশেষে মুক্তি পেল রিয়া। কিন্তু তার ভাই সৌভিকের এখনো জামিন মেলেনি (Court says yes to Rhea Chakraborty but no to Showik Chakraborty)। ব্যক্তিগত ১ লক্ষ টাকা জরিমানার বন্ডের মাধ্যমে জামিন দেয়া হয় রিয়াকে। বুধবার মুম্বাই হাইকোর্টের বিচারপতির সিঙ্গেল বেঞ্চ এই বন্ডের দ্বারা জামিন দেয় রিয়াকে।

Rhea Chakraborty with actor Sushant Singh Rajput
সুশান্ত সিং রাজপুত এর সঙ্গে রিয়া চক্রবর্তী (ফটো ক্রেডিটঃ গুগোল)

বুধবারের এই শুনানিতে ঘোষণা করা হয় যে অপরাধমূলক কাজের জন্য এর আগে কোনরূপ অভিযোগ দায়ের করা হয়নি রিয়া চক্রবর্তী বিরুদ্ধে। এছাড়াও প্রমাণ হচ্ছে মাদকদ্রব্য পাচারকারী সংস্থা বা কোন দলের সাথে যুক্ত নেই রিয়া। শুধুমাত্র টাকা রোজগারের জন্য সে কোনদিনও কাউকে ড্রাগ পাচার করেছিল এই বিষয়ে কোন রূপ প্রমাণ পাওয়া যায়নি। এছাড়াও কোনরকম ক্রিমিনাল কেশরী আর বিরুদ্ধে খুঁজে পাওয়া যায়নি সুতরাং আপাতত তাকে নির্দোষ বলে জামিন দেওয়া হয়।

মাদকদ্রব্য পাচার এর বিষয়ে সমস্ত তথ্য প্রমাণের উপর ভিত্তি করে আঙ্গুল উঠছে অপর দুই জনের ওপর। যারা হলো প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের প্রেমিকার রিয়া চক্রবর্তীর ভাই “সৌভিক চক্রবর্তী” এবং প্রয়াত অভিনেতার প্রাক্তন হাউস ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা। জানা গেছে এই দুই অভিযুক্ত জামিনের আর্জি সম্পূর্ণভাবে খারিজ করেছে মুম্বাই আদালত।

তবে রিয়া চক্রবর্তী সম্পূর্ণভাবে মুক্ত নয়। তার জামিনের পিছনেও একাধিক শর্ত রেখেছেন আদালত যেগুলি প্রত্যক্ষভাবে মেনে চলতে হবে রিয়াকে। আসুন দেখে নেওয়া যাক সেই সমস্ত শর্ত (Conditions for releasing Sushant Singh Rajput’s Ex Girlfriend Rhea Chakraborty ) –

১. রিয়ার পাসপোর্ট জমা রাখা হবে।

২. অভিনেত্রী এখন কোনোভাবেই দেশের বাইরে যেতে পারবেন না।

৩. আগামী ১০ দিনের জন্য অভিনেত্রীকে প্রতিদিন হাজিরা দিতে হবে মুম্বাই পুলিশের কাছে।

৪. তদন্তকারী সংস্থার কাছেও হাজিরা দিতে হবে প্রতি মাসের প্রথম সোমবার এবং এটি আগামী ৬ মাসের জন্য ধার্য করা হয়েছে।

৫. এক লক্ষ টাকার বন্ডের ব্যক্তিগত জামিন( যেটির দ্বারা রিয়াকে জামিন দেওয়া হয়েছে)

৬. মামলার কোনো রকম সাক্ষীর সাথে দেখা করতে পারবেন না রিয়া।

৭. সর্বদাই আদালতের দেওয়া নির্ধারিত তারিখে আদালতে হাজির হতে হবে রিয়াকে। উপযুক্ত কারণ থাকলে অবশ্য এটির বিকল্প হতে পারে।

৮. অভিনেত্রীকে কর্মসূত্রে বা অন্যান্য কারণেই হোক যদি মুম্বাইয়ের বাইরে যেতে হয় তবে তদন্তকারী সংস্থা কে জানাতে হবে। তাদের অনুমতি ছাড়া কোনভাবেই মুম্বাইয়ের বাইরে যেতে পারবেন না অভিনেত্রী।

৯. তদন্তের মধ্যে বা এই মামলার সাথে জড়িত কোন রূপ সাক্ষ্য-প্রমাণের মধ্যে হস্তক্ষেপ করতে পারবে না রিয়া।

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।