খবরদেশরাজনীতিসর্বশেষ

সমুদ্রে ঝাঁপ দিয়ে মাছ ধরছেন রাহুল গান্ধী, কিন্তু কেন ? – Rahul Gandhi as Fisherman

সমাজের প্রত্যেকটা কাজের জন্যই প্রত্যেককে কষ্ট করতে হয়। কথায় আছে পরিশ্রম করলেই ফল পাবে। সব রকমই সেটা ছোট হোক কিংবা বড়ো, যাই হোক না কেন সেটাকে করতে গেলে প্রত্যেকটা মানুষেরই পরিশ্রম করতে হয়। আমরা হয়তো নিজেরা যা কাজ করি সেটা আমাদের কাছে পরিশ্রমী মনে হলেও অন্যরা যে কাজটা করে সেটাকে দেখে আমাদের আপাতদৃষ্টিতে মনে হতেই পারে যে খুব সহজ। কিন্তু, কোন কিছু বুঝতে গেলে সেই জায়গাতে ও নিজেদের দাঁড় করাতে হয় সেটাই হয়তো আমরা অনেকেই বুঝতে পারি না কিংবা বুঝতে চাই না, যাই হোক। (News Politics : Congress leader Rahul Gandhi is fishing to know the struggles of a fisherman)

এইবার রাহুল গান্ধী মানুষের পাশে দাঁড়ানোর জন্য হয়তো বেছে নিলেন এইরকমই কিছু পথ। আমরা মাছ খেতে তো ভীষণ ভালোবাসি কিন্তু কখনো কি ভেবে দেখেছি যে কঠোর দুর্গম ওই ভয়ানক সমুদ্রে থেকে কিভাবে মৎস্যজীবীরা তাদের প্রাণপণ চেষ্টা করে আমাদের খাবারের জোগার করে?

সেই মৎস্যজীবীদের কঠোর পরিশ্রমের স্বাদ নিতে মৎস্যজীবী হয়ে সমুদ্রে ঝাঁপ দিলেন রাহুল গান্ধী। বলতে গেলে একেবারে পাক্কা মৎস্যজীবী হয়ে উঠলেন তিনি। মৎস্যজীবীদের সঙ্গে তিনি সমুদ্রে নেমে, জাল টেনে ধরলেন এবং সাথে মৎস্যজীবীরা কিভাবে তাদের কাজ করে তাও জানলেন। কেরলের সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছে মার্কিন সংস্থা এবং সেই জন্যেই অনেক সমস্যা দেখা দিয়েছে রোজগারের জন্য।

তবে এইবার রাহুল গান্ধী খাসারি এলাকায় গিয়ে সেই আর্থিক সমস্যার ব্যাপারটি তুলে ধরলেন সকলের কাছে। রাহুল গান্ধীর মতে মৎস্যজীবীদের পেশাকে তিনি শ্রদ্ধা করেন। এবং এই শ্রদ্ধা দেখানোর জন্যই তিনি হঠাৎই ঝাঁপ দিয়ে পড়লেন সমুদ্রে এবং তিনি বুঝিয়ে দিয়েছিলেন যে, কিভাবে মৎস্যজীবীরা এই কঠোর পরিশ্রম করে ঝুঁকিপূর্ণভাবে সমুদ্রে কাজ করেন। কি করে মৎস্যজীবীরা মাছ ধরে এবং কি করেই বা জাল ফেলে এবং কি করে সেই মাছকে সমুদ্র থেকে তারা বের করে, সমস্ত কিছুই জানলেন রাহুল গান্ধী।

congress leader rahul gandhi is fishing to know the struggles of a fisherman
সমুদ্রে ঝাঁপ দিয়ে মাছ ধরছেন রাহুল গান্ধী, কিন্তু কেন ? – Rahul Gandhi as Fisherman