দেশরাজনীতিসর্বশেষ

“কোন শক্তি আমাকে আটকাতে পারবেনা”- পুনরায় হাথরস ভিজিট করবেন রাহুল গান্ধী

গত বৃহস্পতিবার ধর্ষিতার ফ্যামিলির সাথে সাক্ষাৎ করতে চেয়ে ছিলেন কংগ্রেসের নেতা রাহুল গান্ধী। কিন্তু সেখানকার পুলিশ তাদেরকে ঢুকতে বাধা দেয়। আর পুলিশের ধাক্কাতে তিনি মাটিতে পড়ে যান। তবে তিনি এইটুকুতেই দমে যাননি। তিনি কথা দিয়েছেন সর্বদা নির্যাতিতার পরিবারের পাশে থাকবেন। তাদেরকে যত প্রকারে পারা যায় সাহায্য করার চেষ্টা করবেন। তাই তিনি আজ শনিবার পুনরায় ওই গ্রামে ঢোকার প্রস্তুতি সেরে ফেলেছেন (Hathras, Uttar Pradesh Rape case: Congress top leader Rahul Gandhi will meet with the victim family today)।

জানা গিয়েছে, কংগ্রেসের অতিরিক্ত 40 থেকে 50 জন সাংসদ অর্থাৎ এমপি এমএলএ তার সঙ্গেই থাকবেন। অপরদিকে শীর্ষ নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢরাও একই সাথে ওই গ্রাম ভিজিট করতে যাবেন। মূলত তাদের পূর্বের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। উত্তর প্রদেশের পুলিশ প্রশাসন তাদের কে অ্যারেস্ট করে এবং তাদেরকে পুনরায় দিল্লিতে ফেরত পাঠিয়ে দেয়।

উত্তরপ্রদেশের হাতরাসে মনীষা বাল্মিকী নামে 19 বছরের তরুনীকে নিশংসভাবে গণধর্ষণ করা হয়েছে (Manisha Valmiki was ganraped brutally in Hatras, Uttar Pradesh)। আর এই নির্মম ঘটনার পরিপ্রেক্ষিতে গোটা দেশ প্রতিবাদে সামিল হয়েছে। ইতিমধ্যে যোগী আদিত্যনাথ এর নিন্দায় গোটা দেশ মুখর। অনেকে আবার ওই সরকারের কুশপুত্তলিকা দাহ করছেন।

protest procession demanding and end to violence against women
নারী নির্যাতন বন্ধের দাবিতে প্রতিবাদ মিছিল (ফটো ক্রেডিট: Samim Ali on Twitter)

আবার, শীর্ষ নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী উত্তর প্রদেশের চিফ মিনিস্টার যোগী আদিত্যনাথ এর ইমিডিয়েট পদত্যাগ দাবি করলেন (Priyanka Gandhi demands resignation of Uttar Pradesh CM Yogi Adityanath)। এবার আপনার প্রত্যেকটি জানেন যে, মূলত নিম্নবর্ণের ওই মেয়েটিকে ধর্ষণ করেছে উচ্চবর্ণের কিছু মানুষ। তবে নির্যাতিতার পরিবার কে ন্যায্য বিচার পাইয়ে দেওয়ার জন্য ওই গ্রামের এই তথাকথিত সমাজের উচ্চ শ্রেণীর লোকজন একটা কমিটি গঠন করেছে। অপরদিকে ওই পঞ্চায়েতের তরফ থেকে এই নিশংস ঘটনার সিবিআই তদন্তের দাবি করা হয়েছে।

তবে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এক গুরুত্বপূর্ণ বিবৃতি দিলেন। তিনি জানালেন যে, রাজ্যের সমস্ত মহিলাদের নিরাপত্তা দেওয়ার ব্যাপারে উত্তরপ্রদেশ সরকার প্রতিজ্ঞাবদ্ধ। এই মামলায় সমস্ত অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। আর এরইমধ্যে এসপি, ডিএসপি এবং আরো পাঁচজন পুলিশের কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে।

অপরপক্ষে, যোগী আদিত্যনাথ কে অবিলম্বে পদত্যাগ করার দাবি তুললেন আর্মির প্রধান চন্দ্রশেখর আজাদ (Army General Chandrasekhar Azad)। তিনি গর্জে উঠে বললেন,” যোগী আদিত্যনাথ এর ইমিডিয়েট পদত্যাগ করা দরকার। আর এই মামলা সুপ্রিম কোর্টে বিচার হওয়া দরকার। এই দুটো ঘটনা না করলে হাতরসের ধর্ষিত যুবতীর পরিবার ন্যায্য বিচার লাভ করতে সক্ষম হবেন না। আর এই দর্শকদের অবিলম্বে কঠোর শাস্তি হওয়া দরকার। যাতে করে অন্যান্য কেউ এই ধরনের জঘন্য কাজ করা লাগে দুবার চিন্তা করে।”

নির্ভয়ার আইনজীবী সীমা সমৃদ্ধি কুশওয়াহা এই মনীষা বাল্মীকির ধর্ষণ মামলার ভার হাতে নেবেন (Nirbhaya’s Lawyer Seema Samridhi Kushwaha will fight for Manisha Valmiki Hathras rape case)। আর তিনি তার পরিবারকে নায্য বিচার পাইয়ে দেওয়ার জন্য উঠেপড়ে লেগেছেন।

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।