খবরদেশভাইরালসর্বশেষ

কেরালার ইঞ্জিনিয়ারিং কলেজে উত্তাল টোকাটুকি ! কেড়ে নেওয়া হল ২৮ টি মোবাইল

Kerala : পরীক্ষার হলে টোকাটুকির কথা আমরা অনেকবার শুনেছি। প্রতি বছর মাধ্যমিক পরীক্ষার সময় অথবা উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় শোনা যায় যে জানলা দিয়ে কেউ হয়তো উত্তরপত্র দিয়ে দিচ্ছে বন্ধুকে, অথবা পরীক্ষা ঠিক একদিন আগে প্রশ্নপত্র ফাঁস হয়ে যাবার ঘটনা প্রায়ই শোনা যায়। তেমনই গত ২৩ অক্টোবর কেরালায় চারটি ইঞ্জিনিয়ারিং কলেজে সাপ্লিমেন্টারি পরীক্ষার সময় মোবাইল ফোন নিয়ে গণটোকাটুকি করার সময় বাজেয়াপ্ত করে নেওয়া হলো ২৮ টি মোবাইল ফোন। (Copying in Kerala Engineering College Supplementary Exam and 28 mobiles are confiscated)

চারটি কলেজের মধ্যে শুধুমাত্র একটি কলেজ থেকে বাজেয়াপ্ত করা হয় ১৬ টি মোবাইল ফোন। এছাড়া অন্য একটি কলেজ থেকে দশটি ফোন এবং বাকি দুই কলেজ থেকে একটি করে মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে।

এই তথ্য উঠে এসেছে পরীক্ষা চলাকালীন এই সমস্ত কলেজগুলির অধ্যক্ষ এবং পরীক্ষা বিভাগের শিক্ষকদের নিয়ে যখন কেরালা টেকনোলজি বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট পরীক্ষা উপ-কমিটি পরিচালিত একটি অনলাইন শুনানি হয় তখন। (Kerala Technological University)

KTU এর উপাচার্য ডঃ এম এস রাজশ্রী নির্দেশ অনুযায়ী এই শুনানি করা হয়েছিল। প্রত্যেক পরীক্ষার ক্ষেত্রে সকল ছাত্র-ছাত্রীদের মোবাইল ফোন নিয়ে পরীক্ষার হলে ঢোকার একেবারে নিষেধ থাকে। এই ক্ষেত্রেও তার কোন অন্যথা ছিল না। (KTU upacharya Dr. SM Rajashree)

বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী, যেসকল পরীক্ষার্থীরা ফোন নিয়ে পরীক্ষা হলে ঢুকবে, তাদের আগামী তিনটি পরীক্ষা বাতিল করে দেওয়া হবে।

আরেকটি চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে সকলের সামনে। একই বিষয়ের একাধিক হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছে ছাত্র-ছাত্রীরা। সেখানে প্রায় ৭৫ নম্বর এর উত্তর শেয়ার করা রয়েছে। বাজেয়াপ্ত করা প্রত্যেকটি ফোন এখন লক করা রয়েছে। (Students create a Whatsapp group and shares the questions answers)

কলেজের অধ্যক্ষরা জানালেন যে এই ফোন গুলো পুনরায় পরীক্ষা করতে এবং আরো কিছু তথ্য সন্ধান এর জন্য অনুসন্ধান করতে। এছাড়া অন্যান্য কলেজগুলিতে এবং অন্যান্য পরীক্ষার সময় এই একই ধরনের ঘটনা ঘটেছে কিনা সেটাও খতিয়ে দেখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। (Engg porikka te gano tokatuki. bajeyapto 28 ti mobile phone)

copying in kerala engg college exam and 28 mobiles confiscated
কেরালার ইঞ্জিনিয়ারিং কলেজে উত্তাল টোকাটুকি ! বাজেয়াপ্ত করে নেওয়া হল ২৮ টি মোবাইল

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।