খবরদেশভাইরালরাজনীতিসর্বশেষ

নরেন্দ্র মোদির ডানহাত অমিত শাহের ট্যুইটার অ্যাকাউন্টে কপিরাইট ক্লেম !

আমরা মাঝে মাঝে দেখে থাকি, ইউটিউব বা ওয়েবসাইটে বিনা অনুমতিতে কারো ভিডিও বা ছবি নিলে সেগুলোর উপর কপিরাইট ক্লেম পরে। তবে এবার কপিরাইট পড়লো স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এর ডিসপ্লে পিকচার ডিপিতে। বৃহস্পতিবার সন্ধ্যা বেলায় হঠাৎ করে শাহাজীর ডিপি ডিলিট করে দেয় ট্যুইটার। তবে কিছু সময় পর তা আবার পুনরায় স্বস্থানে আনা হয়। চলুন জেনে নেই আসলে ব্যাপারটা কি ঘটেছিল ? (Copyright claim on the Twitter account of BJP leader Amit Shah)

সূত্রমতে খবর পাওয়া গেল, এক ব্যক্তি অমিত শাহের ট্যুইটার হ্যান্ডেলের ডিপিতে কপিরাইট ক্লেইম করেন বা দাবি করেন। আর এই অভিযোগ জমা করার পর ট্যুইটার কতৃপক্ষ নড়েচড়ে বসে। তারা সাথে সাথে বিজেপির এই চেয়ারপারসনের ছবি ডিলিট করে দেয়।

তবে অল্পক্ষণের মধ্যেই ভুল বুঝতে পারে সামাজিক গণমাধ্যম কর্তৃপক্ষ। তাছাড়া নেট জনতাদের মধ্যে এই ভুল পদক্ষেপের জন্য প্রশ্ন উঠতে শুরু করে দেয়। ফলে ট্যুইটার কর্তৃপক্ষ তাদের ভুল বুঝে ফেলে। ফলে তারা আবার ডিসপ্লে পিকচার ঠিক জায়গাতে বসিয়ে দেয়।

ট্যুইটার কতৃপক্ষ জানালো,”কোন এক ব্যক্তি ওই ছবির উপর কপিরাইট দাবি করেন। ফলে আমরা ছবিটি সরিয়ে নিতে বাধ্য হই।” আর সেই মুহূর্তে অমিত শাহের ডিসপ্লে পিকচার স্থানে মিডিয়া নট ডিসপ্লেইড লেখা দেখা যাচ্ছিল।

সংস্থার তরফ থেকে আরও জানালেন,”গ্লোবাল কপিরাইট নীতি অনুসরণ করে অ্যাকাউন্ট লকড করা হয়। তবে খুব তাড়াতাড়ি ব্যাপারটা নিষ্পত্তি করা হয়। আর ছবিটি পুনরায় ওই জায়গায় বসানো হয়। অপরদিকে এই ভুল কোন ইচ্ছাকৃত ভুল নয়। এই অনিচ্ছাকৃত ভুল হওয়ার ফলে কিছুক্ষণের জন্য গতকাল রাত্রিবেলায় অ্যাকাউন্টটি লক করে রাখা হয়। তবে এখন একাউন্ট একদম ঠিকঠাক আছে।”

প্রসঙ্গত, ভারতীয় জনগণের কাছে সোশ্যাল মিডিয়াতে অমিত শাহ ভিশন পপুলার। ভারতীয় বিভিন্ন নেতা মন্ত্রীদের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরে ফলোয়ার সংখ্যার ভিত্তিতে রয়েছেন অমিত শাহজির এর নাম। এই মুহূর্তে ট্যুইটারে তার ফলোয়ার সংখ্যা 2 কোটিরও বেশি লোক।

Copyright claim on the Twitter account of BJP leader Amit Shah
নরেন্দ্র মোদির ডানহাত অমিত শাহের ট্যুইটার অ্যাকাউন্টে কপিরাইট ক্লেম ! (Credit : ANI)

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।