খবরখেলাফুটবলসর্বশেষ

এইবার করোনাভাইরাস থাবা বসালো উরুগুয়ে জাতীয় ফুটবল দলের ওপর

উরুগুয়ের জাতীয় দলে কোন কোন খেলোয়ার খেলবে সেই খেলোয়াড় বাছাই এর পর্বে খেলোয়াড়রা খেলতে এসে একের পর এক করোনায় আক্রান্ত হয়ে পড়লেন। গত সপ্তাহে ছিল কলম্বিয়ার সঙ্গে ম্যাচ এবং সেখানে তাদের স্কোর ছিল ৩-০। এই ম্যাচটি খেলার পর থেকেই সমস্যা শুরু হয়ে যায়। এই ম্যাচে অংশগ্রহণ করার পর এই প্রথম করোনায় আক্রান্ত হন ডিফেন্ডার মাটিয়াস ভিনা। (Corona attacks Uruguay National Football team)

খবর সূত্রে জানা যায় যে তাদের বিশ্বকাপ ২০২২ সালে সেই জন্যই কোন কোন খেলোয়াড় দলের হয়ে খেলবে সেই বাছাইপর্ব কিরতে তারা শুরু করে দিতে চেয়েছিলেন এবং যেখানে খেলতে গিয়ে মানা হয়নি কোনো করোনা সংক্রান্ত নিষেধাজ্ঞা।

এইধরনের ভুল করার জন্য মার্কিন ডলারের প্রায় ১৫ হাজার জরিমানা করতে হয়েছে স্বাস্থ্যমন্ত্রকের কাছে। সুয়ারেজ এবং তার সঙ্গে আরো দুজন খেলোয়াড়রা করোনায় আক্রান্ত হয়েছেন এবং যার জন্যই বেশ সমস্যা প্রকাশ পাচ্ছে অ্যাতলেটিকো মাদ্রিদ কর্তৃপক্ষের থেকে।

উরুগুয়ের স্বাস্থ্যমন্ত্রী ট্যুইটারে একটি ছবি শেয়ার করেছেন যেখানে পরিষ্কারভাবেই দেখা যাচ্ছে যে দলের প্রায় ৯ জন ফুটবলাররা বারবিকিউতে একটি পার্টিতে মিলিত হয়েছে।

উরুগুয়ের যে সহকারী কোচ রয়েছেন, তিনি এই সমস্ত ব্যাপারটার জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং সাথে ক্ষমাও চেয়েছেন। ওই বারবিকিউ তে সকলে মিলিত হওয়ার জন্য ৯ য় জনের মধ্যে ৫ জন করোনা পজিটিভ বলে জানা গেছে।

এই ব্যাপারটা নিয়ে সংবাদসংস্থা রয়টার্স বলেন যে,” সিয়াচেন যারাই পুরো ব্যাপারটাকে দেখে ভীষণ সমালোচনা করছেন । এটা স্বাভাবিক আমরা একটা বড় ভুল করে ফেলেছি এবং এই ভুলের জন্যই আমরা সকলের কাছে ক্ষমা চাইছি”।

Corona attacks Uruguay National Football team
এইবার করোনাভাইরাস থাবা বসালো উরুগুয়ে জাতীয় ফুটবল দলের ওপর (Credit : Facebook)

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।