করোনা আক্রান্ত বাংলার বিজেপি সভাপতি দিলীপ ঘোষ, গায়ে প্রচন্ড জ্বর
গত সোমবার হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন দিলীপ ঘোষ। সঙ্গে সঙ্গে সমস্ত কাজ বাতিল করে নিজেকে গৃহবন্দী করে ফেলেছিলেন তিনি। তিন দিন কেটে যাবার পরেও শুক্রবার তিনি সুস্থ হননি।বরং প্রবল জ্বরে আরো কাহিল হয়ে পড়েছিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। এর আগেও তার করোনা পরীক্ষা করানো হয়েছিল। রিপোর্ট পজিটিভ আসার পরই তাকে ভর্তি করা হয়েছে সল্টলেকের আমরি হাসপাতাল। (Corona attacks West Bengal BJP President Dilip Ghosh. He is admitted to Amri Hospital, Salt Lake. Address- 16 17, JC Block Lane, Central Park Road Broadway Road, stadium gate number 3, opposite salt lake, Sector III, Bidhannagar, Kolkata, West Bengal 700098)
সূত্র মারফত জানা গেছে, রাজ্য বিজেপির শীর্ষ নেতা দিলীপ ঘোষ কে এখন রাখা হয়েছে এইচডিইউ তে। ডাক্তারদের করা পর্যবেক্ষণে রয়েছেন তিনি। ১০২ ডিগ্রি জ্বর এখনো রয়েছে তার। প্রয়োজনীয় ওষুধপত্র সব দেওয়া হচ্ছে তাকে। তবে তার শরীরে অক্সিজেনের পরিমাণ এখন স্বাভাবিক রয়েছে। (BJP Top leader Dilip Ghosh is in HDU- High Dependency Unit)

দিলীপ ঘোষের পাশাপাশি সম্প্রতি করনা আক্রান্ত হয়েছেন আরও একজন রাজ্য বিজেপির নেতা অনুপাম হাজরা। তবে তিনি সুস্থ হলেও এখন আপাতত রয়েছেন আইসিইউতে। পরপর দুজন নেতাদের এইভাবে করোনা আক্রান্তের খবর স্বাভাবিকভাবেই উদ্বেগ ছড়িয়েছে রাজ্যের গেরুয়া শিবিরে। বেশ কিছুদিন ধরে সভা এবং বৈঠকে হাজির ছিলেন দিলীপ ঘোষ। (Also, corona virus Covid-19 attacks BJP leader Anupam Hazra. His condition is stable but he stands in ICU- Intensive Care Unit. Ei karone dush cinta rajyer gerua sibir e)
প্রসঙ্গত উল্লেখ্য, নবান্ন অভিযান এর পরেই তার এই শারীরিক অসুস্থতার কথা জানা গেছে। বিজেপি কর্মীদের ওপর যে রঙিন জল স্প্রে করা হয়েছিল, তাতে করোনা ভাইরাস মেশানো ছিল, এমনই অভিযোগ তুলেছেন বিজেপি কর্মীরা। তবে এই অভিযোগ যে একেবারেই ভিত্তিহীন, মধ্যেই জানিয়ে দিয়েছেন বিশেষজ্ঞরা। (Dilip Ghosh becomes sick after Nabanna Abhijan)