ভাইরালরাজ্যসর্বশেষ

করোনায় মৃত বাবা জানালা দিয়ে ডাক দিলো ছেলেকে, আঁতকে উঠলো সকলে

ভাবুনতো একবার, যে প্রিয় পরিজনের জন্য আপনি কেঁদে ভাসাচ্ছেন, যাকে দেখার জন্য আপনি আপনি আকুলি বিকুলি করছেন, ভাবছেন তাকে আর কোনোদিন ফেরত পাবেন না, সেই ব্যক্তি যদি আপনার সামনে হঠাৎ করে দাঁড়িয়ে আপনাকে ডাকে তাহলে ঠিক কেমন অবস্থা হবে আপনার? না এটি কোন ভূতের গল্প বলা হচ্ছে না। সম্প্রতি এমন একটি ঘটনা ঘটেছে দক্ষিণ 24 পরগনার একটি হাসপাতালে। (West Bengal Viral News: Corona dead father calls his son from the window, irresponsible Medical College Hospital authority)

সম্প্রতি 24 পরগনার ক্যানিং এর বাসিন্দা, সাবির মোল্লা নামে এক রোগীর করোনায় মৃত্যু হয়েছে বলে পরিবারকে জানিয়েছিলেন হাসপাতাল কর্তৃপক্ষ। রাতে পরিবারের হাতে তুলে দেওয়া হয় ডেথ সার্টিফিকেট। কিন্তু পরের দিন সকাল বেলা সেই মৃত রোগী হঠাৎ করে ঘরের জানলা দিয়ে হাত বাড়িয়ে পরিবারের এক সদস্য কে দেখেন, এবং ডাকেন। তারপরই বেধে যায় হুলুস্থুল কাণ্ড। (Corona mrito Baba Sabir Molla janala dia dak dilo cheleke)

তথাকথিত মৃত ব্যক্তির ছেলের অভিযোগ অনুযায়ী, বাবার বেঁচে থাকার খবর চিকিৎসকদের যখন আমরা জানাতে গিয়েছিলাম তখন আমাদের চরম অপমানিত হতে হয়। কয়েকজন চিকিৎসক এবং নার্স আমার বাবার নাচের ভিডিও এনে দেখাতে বলে।

এরপরই তারা দ্বারস্থ হয় বেনিয়াপুকুর থানার। পুলিশের হস্তক্ষেপে সমস্ত ব্যাপারটি স্থিতিশীল হয়। ডেথ সার্টিফিকেট হাসপাতালকে ফেরত দিয়ে বন্দে সই করে বাবাকে বাড়ি নিয়ে যায় সকলে। অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে, আমাদের মধ্যে একটি সমস্যা হয়েছিল কিন্তু সেটি মিটে গেছে।

তাহলে কি হয়েছিল পুরো ঘটনাটি? চলুন এক নজরে দেখে নেওয়া যাক। আসলে গত শনিবার সন্ধ্যায় হঠাৎ বুকে ব্যথা এবং উচ্চ রক্তচাপের সমস্যা নিয়ে ক্যানিংয়ের কুমার শা মাঝের পাড়ার বাসিন্দা সাবির হাসপাতালে ভর্তি হন। সেখানে প্রাথমিক চিকিৎসার পরে মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। রবিবার রোগীর সঙ্গে পরিবারের সদস্যদের দেখা করতে দেওয়া হয়নি।

গত বুধবার হাসপাতাল কর্তৃপক্ষ থেকে রোগীর পরিবারকে জানানো হয় যে, সাবির করণা আক্রান্ত। জরুরী অস্ত্রোপচারের নাম করে রোগীর আত্মীয়দের বেশ কয়েকটি জায়গায় সই করিয়ে নেয় হাসপাতাল কর্তৃপক্ষ। তারপরই হঠাৎ করে বলা হয় যে, করোনায় মারা গেছে রোগী। দেহ পরিবারের হাতে তুলে দেওয়া যাবে না। রাতে তাদের হাতে তুলে দেওয়া হয় ডেথ সার্টিফিকেট।

এরপরই কান্নায় ভেঙে পড়েন আত্মীয়রা। বৃহস্পতিবার সারারাত হাসপাতাল চত্বরে তারা কাটিয়ে দেন। শুক্রবার সকালে একবার শেষ দেখা দেখার জন্য অনুনয় বিনয় করতে থাকেন তারা। কিন্তু তাদের দেখা করতে দেওয়া হয়নি। সকাল সাড়ে সাতটা নাগাদ হঠাৎ করে কভিদ ওয়ার্ডের জানলা দিয়ে এক আত্মীয় দাউদ গাজীকে দেখে হাত নাড়িয়ে ডাকেন সাবির। মৃত আত্মীয়কে জীবিত দেখতে পেয়ে হতবাক হয়ে যান বাড়ির সকলে। তারপরেই বেধে যায় ধুন্ধুমার কান্ড।

corona dead father calls his son from the window, irresponsible medical college hospital authority
করোনায় মৃত বাবা জানালা দিয়ে ডাক দিলো ছেলেকে, আঁতকে উঠলো সকলে