এবার মহামারী হানা দিল খোদ সালমান খানের বাড়িতে
মহামারী জাতপাত ধর্ম কিছুই মানে না। গরিব থেকে বড়লোক সকলেই এই মহামারী শিকার হয়েছে। এই মহামারিতে আমরা হারিয়েছি বহু প্রিয়জনকে। অমিতাভ বচ্চন থেকে সৌমিত্র চট্টোপাধ্যায়, কাউকে ছারেনি করোনা।তবে সৌভাগ্যবশত কেউ কেউ মৃত্যুর হাত থেকে বেঁচে গেলেও অনেকেই হেরে গেছেন মৃত্যুর সঙ্গে। এবার করোনাভাইরাস হানা দিল বলিউডের আরো একজন মেগাস্টার সালমান খানের বাড়িতে। (Bollywood News : Mahamari Corona enters the house of Bhaijan Salman Khan)
হ্যাঁ ঠিকই শুনছেন। সম্প্রতি সালমান খানের গাড়ির ব্যক্তিগত চালক এবং দুই কর্মী রিপোর্ট পজেটিভ এসেছে। এরপরে নিজেকে আইসোলেশনে রাখার সিদ্ধান্ত নিয়েছেন সালমান খান। আগামী দুই সপ্তাহ তিনি সপরিবারে গৃহবন্দি থাকবেন বলে জানিয়ে দিয়েছেন।
গত মার্চ মাসে করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়া আটকাতে সারা দেশজুড়ে লকডাউন ঘোষণা করে দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গোটা লকডাউন নিজের গোটা পরিবারকে নিয়ে এবার ইন্টারনেট চলে গিয়েছিলেন বাজরাঙ্গি ভাইজান। মার্চ মাস থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত তাঁরা ছিলেন পানভেলের ফার্ম হাউসে।
সেখানে শুধু আমোদ-প্রমোদ করে নয়, চাষবাস করেও দিন কাটিয়েছিলেন সালমান খান। সেই সমস্ত ছবি আমরা দেখতে পেয়েছিলাম সোশ্যাল মিডিয়াতে। এর পাশাপাশি করোনা পরিস্থিতিতে চাষীদের দিকে হাত বাড়িয়ে দিয়েছিলেন তিনি। এছাড়া বর্তমান পরিস্থিতিতে করোনা সচেতনতা সম্পর্কে নানান ভিডিও গান প্রকাশ করেছেন তিনি।
সালমান খানের ফার্মাসি বেশ কিছু দিন কাটিয়ে গিয়েছিলেন অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। এটি মিউজিক ভিডিওতে দেখা গিয়েছিল তাদের দুজনকে। ফার্ম হাউসে থেকেই সেই গানের পুরো শুটিং করা হয়েছিল।
প্রসঙ্গত উল্লেখ্য, কালার্স এর পরিচালিত বিগ বসের সঞ্চালকের ভূমিকায় এখন দেখা যাচ্ছে সালমান খানকে। খুব তাড়াতাড়ি রিলিজ হতে চলেছে প্রভুদেবা পরিচালিত রাধে। এই ছবিতে সালমান খান ছাড়াও রয়েছেন দিশা পাটানি এবং রন্দীপ হুদা। মে মাসে ছবিটি মুক্তি পাওয়ার কথা থাকলেও চলতি বছরের পরিস্থিতির জন্য সেই মুক্তি ছবি পিছিয়ে দেওয়া হয়।
